মুখে একতার কথা বললেও বিরোধী দলগুলিকে লাগাতার নিশানা করে তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহা বিকাশ আগাড়ির বিরুদ্ধে শনিবার তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এদিন বলেন, ‘বিজেপি নেতৃত্বাধীন মহায়ুতি মহারাষ্ট্রকে মহাঘোটালেবাজদের জন্য এটিএম হতে দেব না।’ তাঁর দাবি, গোটা দেশ জানে যে মহা বিকাশ আগাড়ি দুর্নীতির জন্য পরিচিত। মহারাষ্ট্রের আকোলায় মহায়ুতির প্রার্থীদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মোদি কংগ্রেস, শিবসেনা-ইউবিটি ও এনসিপি-এসপি নিয়ে গঠিত এমভিএ-র বিরুদ্ধে আক্রমণ শানান। তিনি বলেন যে ‘এটি কোটি কোটি টাকার কেলেঙ্কারি, চাঁদাবাজি ও ঘুষের প্রতীক। এটি বদলির জন্য র্যাকেটিং-এর পরিচয় এবং কেলেঙ্কারি, লুট ও দুর্নীতিতে নিমগ্ন ।’
জম্মু ও কাশ্মীরের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজ দেশ আরও একটি সংবেদনশীল ইস্যু নিয়ে চিন্তিত। জম্মু ও কাশ্মীর বিধানসভায় কংগ্রেস ও তার সহযোগীরা ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহালের প্রস্তাব পাস করেছে। আমি আপনাদের জিজ্ঞাসা করছি, জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল করা উচিত ?’ তাঁর এই প্রশ্নে সমাবেশে উপস্থিত জনতা ‘না’ বলে চিৎকার করে জানায় যে তারা জম্মু ও কাশ্মীরে ৩৭০ অনুচ্ছেদের পুনর্বহাল হতে দেবে না।
Advertisement
Advertisement
Advertisement



