• facebook
  • twitter
Friday, 6 December, 2024

কৃষ্ণনগরে প্রকাশ্যে গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর:  ফের রাজ্যে প্রকাশ্যে চলল গুলি৷ মুর্শিদাবাদের পর এবার কৃষ্ণনগর৷ শুক্রবার সাত সকালের ঘটনা৷ অভিযোগ, তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী৷ মাছ ব্যবসায়ী সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ কৃষ্ণনগরের নগেন্দ্রপুর এলাকার বাসিন্দা৷ সম্পর্কে তাঁরা দুই ভাই৷ প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও গোয়ারি

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর:  ফের রাজ্যে প্রকাশ্যে চলল গুলি৷ মুর্শিদাবাদের পর এবার কৃষ্ণনগর৷ শুক্রবার সাত সকালের ঘটনা৷ অভিযোগ, তোলাবাজির টাকা দিতে অস্বীকার করায় মাছ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ গুলিবদ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী৷

মাছ ব্যবসায়ী সমীর ঘোষ এবং বিশ্বনাথ ঘোষ কৃষ্ণনগরের নগেন্দ্রপুর এলাকার বাসিন্দা৷ সম্পর্কে তাঁরা দুই ভাই৷ প্রতিদিনের মতো শুক্রবার ভোরেও গোয়ারি বাজারের মাছের আড়তে মাছ কিনতে যান তাঁরা৷ অভিযোগ, সেই সময় হঠাৎ ওই এলাকার কিছু দুষ্কৃতী তাঁদের ঘিরে ধরে টাকা দাবি করে৷ টাকা দিতে অস্বীকার করায় পিস্তল বার করে ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা৷ একটি গুলি গিয়ে লাগে বিশ্বনাথ ঘোষের পায়ে৷ দাদা সমীর ঘোষ বাঁচাতে গেলে, তাঁকে লক্ষ্য করেও গুলি চালায় ওই দুষ্কৃতীরা৷ যদিও তাঁর কোনও আঘাত লাগেনি৷

অভিযোগ, ৩৫ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা৷ এমনকি, পিস্তল দিয়ে বিশ্বনাথ ঘোষের মাথায় আঘাত পর্যন্ত করা হয়৷ সব মিলিয়ে চার রাউন্ড গুলি চালায় অভিযুক্তরা৷ চিৎকার এবং গুলির আওয়াজ শুনে বাজারের অন্যান্য মাছ ব্যবসায়ীরা ছুটে এলে দুষ্কৃতী দল ঘটনাস্থল ছেড়ে পালায়৷ এরপর আহত ব্যবসায়ীকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন৷

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কোতায়ালী থানার পুলিশ৷ অভিযুক্তরা পলাতক। তাদের সন্ধানে জোরকদমে শুরু হয়েছে তল্লাশি৷