পুঞ্চে জঙ্গি হামলার নিন্দায় কংগ্রেস

Written by SNS May 5, 2024 6:39 pm

দিল্লি, ৫ মে: সম্প্রতি পুঞ্চে বায়ুসেনার কনভয়ে জঙ্গি হামলায় এক সেনার মৃত্যু হয়েছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও পাঁচজন। জঙ্গিদের এই কাপুরুষোচিত হামলার নিন্দা করেছে দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস। এবিষয়ে দলের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন যে, তিনি এই ঘটনায় গভীরভাবে শোকাহত এবং দেশের সেনাদের জন্য ভারত ঐক্যবদ্ধ। এদিন খাড়গে বলেন,’জম্মু ও কাশ্মীরের পুঞ্চে বায়ুসেনার (আইএএফ) গাড়িতে কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার ঘটনা খুবই বেদনাদায়ক। আমরা দৃঢ়ভাবে এবং দ্ব্যর্থহীনভাবে এই নৃশংস সন্ত্রাসবাদী হামলার নিন্দা করছি। সন্ত্রাসের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে জোটবদ্ধ থাকার আহবান করছি। সেই সঙ্গে যিনি দেশের সুরক্ষার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন, সেই বায়ুসেনার বীর যোদ্ধার পরিবারের প্রতি আমরা গভীরভাবে সমবেদনা জানাই। আমরা আশা করি, আহত বিমান যোদ্ধারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। তাঁদের সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করবেন। ভারত আমাদের সৈন্যদের জন্য ঐক্যবদ্ধ।’

একই সঙ্গে দলের নেতা ও সাংসদ রাহুল গান্ধীও এই হামলার তীব্র নিন্দা করেছেন। সমবেদনা জানিয়েছেন, শোক সন্তপ্ত শহীদ পরিবারের প্রতি। এবিষয়ে রাহুল গান্ধী তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘জম্মু ও কাশ্মীরের পুঞ্চে আমাদের সেনা কনভয়ের উপর কাপুরুষোচিত এবং সন্ত্রাসী হামলা অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক। আমি শহীদ সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমি আশা করি যে, আক্রমণে আহত সৈন্যরা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে উঠবেন।’

প্রসঙ্গত শনিবার সীমান্ত জেলা পুঞ্চে সন্ত্রাসবাদীরা বায়ুসেনার কনভয়ের দুটি গাড়িতে অতর্কিত হামলা চালায়। ঘটনায় ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) একজন সৈন্য নিহত হন এবং পাঁচজন আহত হন। খবরে প্রকাশ, যানবাহনগুলি জম্মু ডিভিশনের সুরানকোট সেক্টর এলাকায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর মেন্ধারের মধ্য দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসবাদীদের প্রবল গুলিবর্ষণের মধ্যে পড়ে। তখনই একজন বায়ুসেনা কর্মী নিহত হন এবং পাঁচজন আহত হন। আহতদের সঙ্গে সঙ্গে উধমপুরের নর্দার্ন কমান্ড মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বায়ুসেনার যে ট্রাকগুলিতে হামলা চালিয়েছিল, সেগুলি পরীক্ষা করে দেখা যায়, ট্রাকগুলিতে বহু গুলির চিহ্ন রয়েছে। এমনকি চালকের পাশে থাকা জানলাও ভেঙে গেছে। এই ঘটনা থেকে বোঝা যায়, হামলার সময় জঙ্গিরা রাস্তার তিন দিক থেকে পজিশন নিয়ে আক্রমণ করেছে। চলতি বছরে সীমান্তে সশস্ত্র সেনাবাহিনীর ওপর এটাই সবচেয়ে বড় হামলা। এর আগে গত বছর জঙ্গি হামলায় বেশ কয়েকজন সেনা জওয়ান নিহত হয়েছে।