আফগানিস্তানের তালিবানি শাসনকে চিন যে সাহায্য করবে, তা আগেই জানিয়ে দিয়েছিল বেজিং। কাবুলে তালিবানের আধিপত্য কায়েম হওয়ার পাঁচ দিনের মাথায় এই নিয়ে আবারও মুখ খুললেন চিনের বিদেশমন্ত্রী ওয়াং জি।
তিনি বলেন, আফগানিস্তানে যে নতুন সরকার তৈরি হয়েছে, গােটা পৃথিবীর উচিত তাকে সাহায্য করা, নতুন সরকারের পাশে থাকা। তালিবানি সরকারের উপর প্রথম থেকেই চাপ সৃষ্টি করার কোনও মানেই হয় না, জানিয়েছে চিনের বিদেশমন্ত্রী।
Advertisement
২০ বছর আগে এই তালিবানকেই কাবুল থেকে বিতাড়িত করেছিল আমেরিকা। এখন যখন আবার তারা ক্ষমতায় এসেছে, তখন তাদের সঠিক পথে চলার দিশা দেখানাের দায়িত্ব বর্তায় বাকিদের উপর, তেমনটাই মত ওয়াং জি র।
Advertisement
এদিন ব্রিটিশ বিদেশ সচিল্পে সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে চিনের এই অবস্থানের কথা জানিয়েছেন তিনি। কাবুলে তালিবানি শাসন প্রতিষ্ঠার পরেই বেজিং তাকে স্বাগত জানিয়েছিল।
গােটা বিশ্ব যখন জঙ্গিগােষ্ঠী তালিবানকে হঠানাের কথা ভাবছে, তখন কেন চিনের এই বিপরীত অবস্থান, এদিন তার সপক্ষে যুক্তি দিয়েছেন ওয়াং জি।
Advertisement



