রামনবমীতে মিছিল নিয়ন্ত্রণে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী, জানালো কলকাতা হাইকোর্ট

Written by SNS April 16, 2024 1:31 pm

নিজস্ব প্রতিনিধি – সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি জয় সেনগুপ্ত শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি দিলেন৷ মিছিলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত৷ এদিন তিনি স্পষ্ট জানান, ‘২০০ লোকের বেশি শোভাযাত্রায় অংশ নিতে পারবেন না৷ রাজ্য পুলিশকে মিছিল নিয়ন্ত্রণের দায়িত্ব নিতে হবে৷ যদি পুলিশের বাহিনী পর্যাপ্ত না থাকে তাহলে কেন্দ্রীয় বাহিনী নিতে হবে ‘৷ চলতি সপ্তাহে রামনবমী উৎসবে হাওড়ায় মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট৷ সোমবার বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য পুলিশ যদি সেই মিছিল নিয়ন্ত্রণ করতে না পারে, যদি তাদের পর্যাপ্ত বাহিনী না থাকে, তাহলে কেন্দ্রের বাহিনী চাইতে হবে রাজ্যকে৷ বিচারপতি বলেন, ‘২০০ লোকের শোভাযাত্রা যদি পুলিশ সামাল দিতে না পারে তাহলে কিছু বলার নেই৷ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভিড় সামাল দেওয়ার নির্দেশ দিতে হবে৷’ গত বছর রাম নবমীর মিছিল নিয়ে ঝামেলা হয়, পরবর্তীতে প্রধান বিচারপতি এনআইএ তদন্তের নির্দেশ দেন৷ সেই ঘটনা কে সামনে রেখেই এদিন রাজ্য সরকার শোভাযাত্রার রুট বদলের আবেদন জানান৷ এখানেই বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, ‘মাত্র ২০০ জন শোভাযাত্রায় অংশ নেওয়ার জন্য আবেদন করেছেন’৷ রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব বলে পর্যবেক্ষণ বিচারপতির৷ বিচারপতি আরও জানান, -‘দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে’৷ শোভাযাত্রার ২৪ ঘণ্টা আগে তা চাইতে হবে বলেও জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ৷ বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে৷ তবে শোভাযাত্রায় ২০০ জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের, যাঁরা মিছিল নিয়ন্ত্রণ করবেন৷ তাঁদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে৷ একইসঙ্গে বলা হয়েছে, কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না৷ সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশ, ‘একটি গাডি় ব্যবহার করা যাবে শোভাযাত্রায়’৷ এদিন এই মামলার সওয়াল-জবাবে রাজ্যের আইনজীবী বলেন, ‘গত বছরের ঘটনায় যে যে জায়গায় সমস্যা হয়েছিল সেটা নিয়ে এনআইএ তদন্ত করছে৷ তাই রুট বদল দরকার৷ ১১ জনকে গ্রেফতার করেছে এনআইএ৷ ’এরপরই বিচারপতি প্রশ্ন করেন, ‘এত কমসংখ্যক লোক নিয়ন্ত্রণ করার মত ফোর্স নেই রাজ্যের? নির্বাচনে গিয়েছে নাকি? তাহলে কেন্দ্রকে বলতে হবে ফোর্স দেওয়ার জন্য৷’ রাজ্য জানায়, ‘সংখ্যা নয়, সমস্যাটা ফোর্স নিয়ে’৷ তারপরই কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ জানায় ‘পর্যাপ্ত বাহিনী না থাকলে প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী চাইবে রাজ্য৷’