• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ হাইকোর্টের

শুনানি শেষে হাইকোর্ট শুধুমাত্র পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী স্বতন্ত্রভাবে নয়, রাজ্য পুলিশের হয়েই কাজ করবে।

ফাইল চিত্র

মুর্শিদাবাদের ধুলিয়ান সহ বেশ কিছু অঞ্চলে উত্তপ্ত পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। তবে আইন শৃঙ্খলার স্বার্থে কেন্দ্রীয় বাহিনী এখানে রাজ্য পুলিশকে সহযোগিতা করবে বলে আদালতের তরফে জানানো হয়েছে। আদালত জানায়, বড় কোনও ঘটনা ঘটে গেলে কেন্দ্রীয় বাহিনীর সাহায্য প্রয়োজন হতে পারে।

রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়েছে, মুর্শিদাবাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ডিজি রাজীব কুমার ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র থেকেও সাহায্য নেওয়া হচ্ছে।

Advertisement

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে শুক্রবার থেকে সেখানে দফায় দফায় সংঘর্ষ এবং তিনজনের মৃত্যুর ঘটনায় হাইকোর্টে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক অশান্তির ঘটনায় লাগাম টানতে জরুরি ভিত্তিতে এই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা। তিনি রাজ্যের উচ্চ আদালতের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানান। রাজ্য সরকারের তরফে শুভেন্দুর আবেদনের বিরোধিতা করলেও শুনানি শেষে হাইকোর্ট শুধুমাত্র পুলিশের সহযোগিতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী স্বতন্ত্রভাবে নয়, রাজ্য পুলিশের হয়েই কাজ করবে।

Advertisement

উল্লেখ্য, এদিন আদালত দু’পক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি রাজা বসু চৌধুরীর স্পেশ্যাল বেঞ্চ জানিয়েছে, ‘মুর্শিদাবাদে সম্প্রীতি ফেরানোই এখন একমাত্র লক্ষ্য। এহেন পরিস্থিতিতে আদালত চোখ বন্ধ করে রাখতে পারে না। তার কারণ অপরাধীদের শনাক্ত করে পদক্ষেপ করতে হবে। মুর্শিদাবাদে শান্তি, সম্প্রীতি ফিরিয়ে আনাই এখন আদালতের মূল বিচার্য বিষয়।’ রাজ্য এবং শুভেন্দু অধিকারীর আইনজীবীদের সওয়াল-জবাবের পর বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ জানিয়ে দেয়, মুর্শিদাবাদে শান্তি রক্ষায় পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনী একসঙ্গে কাজ করবে।

Advertisement