• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

বালি পাচার মামলায় ঝাড়গ্রামে ব্যবসায়ীর বাড়িতে ইডির তল্লাশি

ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে খবর

বালি পাচার মামলায় ফের সক্রিয় ইডি। সোমবার সকালেই তল্লাশি অভিযান চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায় ইডির একটি দল।  ব্যবসায়ীর বিরুদ্ধে জাল চালান নিয়ে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে বলে খবর। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে হাজির হন ইডি আধিকারিকরা। চলছে তল্লাশি।

ইডি সূত্রে খবর, ব্যবসায়ীর নাম অভিষেক পাত্র ওরফে বিল্টু। তাঁর বিরুদ্ধে পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানায় অবৈধভাবে বালি তোলা ও বিক্রির অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার তাঁর বাড়িতে তল্লাশি চালায় ইডি। ব্যবসায়ী অভিষেকের বাবা ক্যানসার আক্রান্ত এবং কলকাতার হাসপাতালে ভর্তি। তিনি বর্তমানে কলকাতায় আছেন। ইডি তাঁর বাড়ি গিয়ে তল্লাশি চালালেও অভিষেক পাত্রর সঙ্গে কথা বলতে পারেননি।

Advertisement

 

Advertisement

Advertisement