আজ ঝাড়গ্রামে অভিষেক

Written by SNS April 4, 2024 1:29 pm

গোপেশ মাহাত

ঝাড়গ্রাম, ৩ এপ্রিল— বৃহস্পতিবার ঝাড়গ্রামে আসছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন ঝাড়গ্রাম শহরে হেলিপ্যাড সংলগ্ন একটি বেসরকরি লজে বেলা সাড়ে এগারোটা নাগাদ ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির সমস্ত সদস্যদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করবেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সাড়ে এগারোটার আগেই কপ্টারে ঝাড়গ্রামে পেঁৗছে যাবেন তিনি৷ সাড়ে এগারোটার মধ্যে এই কেন্দ্রের অধীন সাতটি বিধানসভার গুরুত্বপূর্ণ নেতৃত্ব, বিধায়করা থাকবেন৷

পাশাপাশি তিন জেলার সভাপতি, চেয়ারম্যানরাও থাকবেন৷ এছাড়া তিন জেলার ব্লক সভাপতিরাও উপস্থিত থাকবেন৷ আরো থাকবেন বিভিন্ন শাখা সংগঠনের জেলা সভাপতিরা৷ নির্বাচনী কমিটির চেয়ারম্যান হলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি, বিধায়ক দুলাল মুর্মু৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী কমিটির প্রত্যেক সদস্যকে অবশ্যই উপস্থিত থাকতে হবে৷ শারীরিক অসুস্থতা ছাড়া অনুপস্থিত হওয়া যাবে না৷ উল্লেখ্য ঝাড়গ্রাম তপশিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে তৃণমূল প্রার্থী কালিপদ সোরেনের নাম ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয়েছে প্রচারের কাজ৷ প্রায় এক মাস ধরে চলছে প্রচার৷ প্রচার কর্মসূচির মধ্যে রয়েছে দেওয়াল লিখন, বাড়ি বাড়ি প্রচার, কর্মীসভা৷ ছোট গ্রাম ভিত্তিক জনসংযোগ চলছে৷ এখনো কোন বড় সভা, মিছিল হয়নি৷ দলীয় সূত্রে জানা গিয়েছে দলের নির্দেশেই এখন কোন বড় কর্মসুচি নেওয়া হয় নি কৌশল গত কারণে৷ প্রচারের টেম্পো যাতে শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখা যায় সেই জন্য এই ধীরে প্রচার নীতি৷ জানা গিয়েছে, পনেরো এপ্রিলের পর জোরদার প্রচার শুরু হবে৷ বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ এই বৈঠক থেকে সাংসদ এই সব বিষয়গুলি নিয়ে নির্বাচনী কমিটির সদস্যদের বিশেষ বার্তা দেবেন৷

উল্লেখ্য, ২০১৯ সালে আগেরবারের জেতা এই আসন হাত ছাড়া হয় তৃণমূলের৷ কিন্ত্ত তারপরে ব্যাপকভাবে ঘুরে দাঁড়িয়েছে তৃণমূল৷ বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রামের চারটি আসনই দখল করেছে তৃণমূল৷ পঞ্চায়েত নির্বাচনে ধুয়ে মুছে সাফ বিজেপি৷ এমনকি পুর ভোটেও ধরাশায়ী পদ্ম শিবির৷ আর এই সাফল্যের পর তৃণমূল অনেকটাই এগিয়ে রয়েছে বিরোধী শিবিরগুলির থেকে৷ এর সাথে রয়েছে কুড়মি সংগঠনগুলির মধ্যে ফাটল৷ এবার কুড়মি সমর্থিত দুই প্রার্থী এই কেন্দ্রে৷ ৫ এপ্রিল ঘাঘরঘেরা কমিটির সমাবেশের পর বোঝা যাবে তারা কি অবস্থান নিচ্ছে৷ আর এই আবহ তৃণমূল প্রার্থীর অনেকটাই পক্ষে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ আর তাই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন বা কি কৌশল অবলম্বন করার কথা বলবেন সেই দিকে তাকিয়ে রয়েছে ঝাড়গ্রাম লোকসভা আসনের তৃণমূল নেতৃত্ব৷

এই বিষয়ে নির্বাচনী কমিটির সদস্য ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সহ সভাপতি প্রসুন ষড়ঙ্গী ও জেলা সম্পাদক অজিত মাহাতো বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিষয় রয়েছে৷ সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক কি বার্তা দেন আমরা তা শোনার অপেক্ষায় রয়েছি৷ যেমন নির্দেশ দেবেন আমরা সেই অনুযায়ী কাজ করব৷’