• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বঞ্চিত কন্যা শিশুদের টিকাদান

গর্ভাবস্থায় এই ভ্যারিসেলা ভাইরাস মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি মা এবং নবজাতক শিশুর জন্য প্রাণঘাতী হয়।

প্রতীকী ছবি

জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে কলকাতার বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মৌমিতা সিনহা সাহা দক্ষিণ কলকাতার বেহালায় বঞ্চিত পরিবার থেকে আসা কন্যা শিশুদের জলবসন্ত (চিকেনপক্স) রোগের বিরুদ্ধে টিকা দেওয়ার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছেন। চিকেনপক্স, যা ভ্যারিসেলা ভাইরাস দ্বারা প্রসারিত একটি অত্যন্ত সংক্রামক রোগ। এর ফলে তীব্র চুলকানি ও ফোস্কার কারণ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি রোগীর ত্বকে স্থায়ী দাগ রেখে যায়। প্রতি ৩ জন রোগীর মধ্যে ১ জন পরবর্তীতে হার্পিসে আক্রান্ত হন, যা অন্যতম যন্ত্রণাদায়ক রোগ।

গর্ভাবস্থায় এই ভ্যারিসেলা ভাইরাস মারাত্মক জটিলতার সৃষ্টি করতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি মা এবং নবজাতক শিশুর জন্য প্রাণঘাতী হয়। এটি মাতৃমৃত্যু, ফিটাল ভ্যারিসেলা সিনড্রোম এবং নবজাতক ভ্যারিসেলার কারণ হতে পারে। চিকেনপক্স প্রতিরোধের জন্য এই টিকাটি জাতীয় টিকাদান কর্মসূচি (এনআইপি)-তে অন্তর্ভুক্ত নয়, যার ফলে ভারতে ৯০%-এর বেশি শিশু এই টিকা পায় না। এই উদ্যোগটি কন্যা শিশুদের জন্য সমান স্বাস্থ্যসেবার গুরুত্বকে তুলে ধরে এবং বঞ্চিত সম্প্রদায়গুলির মধ্যে টিকাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।

Advertisement

Advertisement

Advertisement