বৃহস্পতিবার গড়িয়া ট্রাফিক গার্ডে বিতরণ করা হল ‘ব্লাইন্ড স্পট লুকিং মিরর’। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই ধরনের ‘আয়না’ ব্যবহার করলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা এড়ানো সম্ভব। বাস ও লরির মত বেশি উচ্চতার গাড়ির চালকদের কাছে ‘ব্লাইন্ড স্পট’ একটি সমস্যার কারণ।
এই জাতীয় গাড়ির ক্ষেত্রে চালকের সিটে বসে বাঁদিকের প্রায় বেশিরভাগ অংশই চোখে পড়ে না। এই জায়গাটিকেই বলা হয় ‘ব্লাইন্ড স্পট’। আর দেখতে না পাওয়ার কারণে ঘটে বড় দুর্ঘটনা। ইতিমধ্যেই এই ধরণের দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে কলকাতার বিভিন্ন রাস্তায়। বিভিন্ন সময়ে দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে গিয়ে এই সমস্যার কথা জানতে পারেন পুলিশ আধিকারিকরা।
এই কারণেই এই ধরনের দুর্ঘটনা এড়াতে কলকাতার ট্রাফিক গার্ডগুলির মাধ্যমে বাস, লরির মতো গাড়িগুলিকে দেওয়া হচ্ছে ‘ব্লাইন্ড স্পট লুকিং মিরর’। এই ধরনের মিরর বা আয়না লাগানো থাকবে উচ্চতা সম্পন্ন গাড়িগুলির বাঁ দিকে একটু বাঁকাভাবে। যার ফলে ওই সমস্ত গাড়ির ড্রাইভাররা সহজেই চালকের আসনে বসে গাড়ির বাঁদিকের সবকিছু দেখতে পাবেন। কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা বেশ কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে এই ‘আয়না’ বিতরণের অনুষ্ঠানের সূচনা করেছেন।
বৃহস্পতিবার এ রকমই একটি ‘ব্লাইন্ড স্পট লুকিং মিরর’ বিতরণের অনুষ্ঠান ছিল গড়িয়া ট্রাফিক গার্ডে। গড়িয়া ট্রাফিক গার্ডের ওসি শেখ নাজমুল হোসেন জানিয়েছেন, গড়িয়া ট্রাফিক গার্ডের অন্তর্গত ৪৫ ও ৮০ রুটের চারটে, চারটে করে মোট আটটা বাসে এই ধরনের মিরর লাগিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে।’