স্কুলের মাঠে স্পোর্টস ক্লাস চলাকালীনই অকাল মৃত্যু হলো নবম শ্রেণির এক ছাত্রের। শুক্রবার দুপুরে কামালগাজি এলাকার এক নামী ইংরেজি মাধ্যম স্কুলে এই ঘটনাটি ঘটে। নিহত ছাত্র অর্কদীপ বাগ, বয়স ১৫ বছর। পুলিশ সূত্রের খবর, ওই দিন অর্কদীপ সহপাঠীদের সঙ্গে স্কুলের মাঠে দৌড়চ্ছিল। হঠাৎ আচমকাই সে মাটিতে লুটিয়ে পড়ে।
শিক্ষক ও স্কুলকর্মীরা দ্রুত অর্কদীপকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তার মৃত্যু হলো, তা এখনও স্পষ্ট নয়। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
Advertisement
পুলিশ জানিয়েছে, অর্কদীপ রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা এবং ওই স্কুলের নবম শ্রেণির ছাত্র। মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, এদিন দুপুরে অর্কদীপের মৃত্যু সংবাদ পেয়ে তাঁরা কান্নায় ভেঙে পড়েন। স্কুলে এই খবর ছড়িয়ে পড়লে সহপাঠী ও শিক্ষকরা শোকস্তব্ধ হন। স্কুল কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে কোনও অফিসিয়ালি বক্তব্য রাখেনি।
Advertisement
পুলিশ তদন্তের সময় স্কুলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। অর্কদীপের শরীরে কোনও আঘাতের চিহ্ন ছিল কি না বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। শনিবার তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
হাসপাতালের একজন চিকিৎসক বলেন, ‘অর্কদীপকে হাসপাতালে আনার পর আমরা যতটা সম্ভব সব চেষ্টা করেছিলাম। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের পরই জানা যাবে।’ নিহত ছাত্রের পরিবার দাবি করেছেন, অর্কদীপের পূর্বে কোনও শারীরিক সমস্যা ছিল না। ফলে মৃত্যুর কারণ তারা এখনও বুঝে উঠতে পারছেন না।
স্থানীয়রা বলছেন, এমন আকস্মিক মৃত্যু পুরো এলাকায় শোক ও উৎকণ্ঠা বাড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঠিক কারণ খুঁজে বের করার জন্য তারা সমস্ত প্রমাণ ও সাক্ষীর বক্তব্য পর্যালোচনা করে দেখবেন।
Advertisement



