চারতলা হস্টেল থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু এক তরুণীর। নার্সিং ছাত্রীর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল অন্ধ্রপ্রদেশের চিত্তুরে। আত্মহত্যার কারণ নিয়ে ধোঁয়াশা। কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে, ওই ছাত্রী মানসিক সমস্যায় ভুগছিলেন। সেই কারণে চরম পদক্ষেপ নিয়েছে সে। অন্যদিকে, মৃত ছাত্রীর পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছে কলেজের বিরুদ্ধ।
মৃত তরুণীর পল্লবী কুপ্পমের বয়স ১৯ বছর। চিত্তুরের পিএইএস কলেজে স্নাতক স্তরে দ্বিতীয় বর্ষের পড়তেন পল্লবী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হস্টেলের চারতলা থেকে আচমকাই ঝাঁপ দেন তিনি। নীচে পড়তেই হস্টেল কর্তৃপক্ষ এবং অন্য পড়ুয়ারা ছুটে আসেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার সকালে মৃত্যু হয়েছে পল্লবীর।
Advertisement
কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, মানসিক সমস্যায় ভুগছিলেন ওই তরুণী। যদিও পল্লবীর পরিবারের দাবি, হস্টেলে বা ক্যাম্পাসে তদারকির গাফিলতি ছিল। পরিষেবা ঠিক মতো মিলত না। ইতিমধ্যেই আত্মহত্যার মামলা রুজু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কেন পল্লবী আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা চলছে। ঘটনার জেরে অন্য পড়ুয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। হস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকেরা।
Advertisement
Advertisement



