রহস্যজনকভাবে মৃত্যু হল এক মহিলার। চাঞ্চল্যকর ঘটনাটি বাঘাযতীনের। রবিবার সকালে চিত্তরঞ্জন কলোনির একটি বাড়ির একতলা থেকে উদ্ধার হয় ৬৫ বছর বয়সী নমিতা পাল নামে ওই মহিলার নিথর দেহ। প্রাথমিকভাবে অনুমান, ঘর পরিষ্কার করার সময় ফ্রিজের পিছনের অংশে জল মুছতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও বিষয়টি নিয়ে রহস্য দানা বাঁধছে। মৃতার ডান হাতে একটি কালো দাগ দেখা গিয়েছে, যা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার দিকেই ইঙ্গিত করছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটিতে একা থাকতেন নমিতাদেবী। সকালে প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা বলার পর তিনি ঘর পরিষ্কার শুরু করেন। এরপর আচমকা চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তাঁরা দেখেন, ফ্রিজের পাশেই তিনি অচেতন অবস্থায় পড়ে রয়েছেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় যাদবপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Advertisement
তদন্তকারীরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা সম্ভব নয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ছাড়াও অন্য কোনও সম্ভাবনা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, নমিতা দেবী অত্যন্ত মিশুকে ও ভদ্র স্বভাবের ছিলেন। তাঁর হঠাৎ মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্তে নেমেছে যাদবপুর থানার পুলিশ।
Advertisement
Advertisement



