কলকাতা পুরসভা ধাপায় এক আধুনিক বর্জ্য পুনর্ব্যবহার প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে। নতুন এই প্লান্ট থেকে শুধুমাত্র বর্জ্য প্রক্রিয়াকরণই নয়, বরং সেখান থেকে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও করা হবে বলে জানানো হয়েছে। পুরসভার লক্ষ্য, আগামী এক বছরের মধ্যেই এই প্রকল্প চালু করা।
শুক্রবার পুরসভার মাসিক বৈঠকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ দেবব্রত মজুমদার জানান, ধাপায় প্রতিদিন প্রায় ৪২ হাজার মেট্রিক টন আবর্জনা এসে জমা হয়। এর মধ্যে পানিহাটি থেকে ১৪০ মেট্রিক টন, বিধাননগর থেকে ৪২ মেট্রিক টন এবং এনকেডিএ অঞ্চল থেকে ১০০ মেট্রিক টন বর্জ্য আসে। শুধু কলকাতা নয়, শহরের আশপাশের পুরসভাগুলো থেকেও বিপুল পরিমাণে আবর্জনা ধাপায় পাঠানো হয়, যার ফলে জায়গার উপর চাপ ক্রমশ বাড়ছে।
হাওড়ার বেলগাছিয়ার দুর্ঘটনার মতো ঘটনা এড়াতেই ধাপায় বর্জ্য প্রক্রিয়াকরণের আধুনিক প্লান্ট তৈরি করা হবে। ইতিমধ্যে জমা পড়া বর্জ্য থেকে সার ও গ্যাস উৎপাদনের কাজ শুরু হয়েছে। এবার লক্ষ্য বিকল্প বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরি করা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, লোহা বা অন্যান্য ধাতব বর্জ্য, যা সাধারণত ফেলনা হিসেবে পড়ে থাকে, তা থেকেই বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিদিন এত বিপুল পরিমাণ বর্জ্য জমা হওয়ায়, রিসাইক্লিং না করলে পরিবেশের উপর বড় ধরনের চাপ পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই নতুন প্লান্ট নির্মাণের পথে এগোচ্ছে পুরসভা।