মোহনবাগান ক্লাব এই মুহূর্তে দেশের কোনও ফুটবলারকে সই করাতে পারবে না বলে নির্দেশনামা এল ফিফা থেকে। এবারে আইএসএল ফুটবলে দুরন্ত পারফরম্যান্স করেছে মোহনবাগান। লিগ-শিল্ড জয়ের পাশে কাপও তাদের ঘরে উঠেছে। কিন্তু ভুবনেশ্বরে সুপার কাপ মোহনবাগানের জেতা সম্ভব হয়নি। এই পরিস্থিতি যখন মোহনবাগানকে জাতীয় স্তরে অনেকটা এগিয়ে রেখেছে, ঠিক সেই সময় ফুটবলার নথিভুক্ত করানোর ক্ষেত্রে ন্যাশনাল ব্যানের মধ্যে পড়তে হল সবুজ-মেরুন ব্রিগেডকে। যতদিন এই সমস্যা থেকে মোহনবাগান ছুটি না পাচ্ছে, ততদিন মোহনবাগান কোনও ফুটবলারকে সই করাতে পারবে না।
জানা গিয়েছে, সবুজ-মেরুন শিবিরে জেসন কামিংসকে সই করানোর ব্যাপারে এই সমস্যা তৈরি হয়েছে। তাঁকে সেন্ট্রাল কোস্ট মেরিনার্স থেকে ট্রান্সফার ফি-তে সই করানো হয়েছিল। সেই চুক্তিতে ‘ট্রেনিং কমপেনসেশন ফি’ দেওয়ার কথা মোহনবাগানের। অর্থাৎ চুক্তি অনুযায়ী, যে বিদেশি ফুটবলারকে সই করিয়েছে মোহনবাগান, তাঁর পুরনো ক্লাব থেকে অ্যাকাডেমিকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হয়। সেই অর্থ জমা না পড়ায় ফিফায় অভিযোগ জানায় সেই ক্লাব। তার ভিত্তিতেই মোহনবাগানকে খেলোয়াড় সই করানো থেকে নির্বাসিত করা হয়েছে।
Advertisement
মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল এই অ্যাকাডেমিতে অর্থ পাঠিয়ে দেওয়ার। কিন্তু টেকনিক্যাল সমস্যার কারণে তা সম্ভব হয়নি। সোমবার মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানান, আমাদের কাছে এমন কোনও চিঠি আসেনি, যাতে খেলোয়াড়দের সই করানো সম্ভব হবে না। চিঠি পেলে অবশ্যই এ ব্যাপারে হস্তক্ষেপ করা হবে। যে সমস্যার কথা বলা হচ্ছে, তার সমাধানে খুব একটা অসুবিধা হবে না। বিশেষ সূত্রে জানা গেছে, ক্ষতিপূরণ হিসেবে মোহনবাগানকে ১০ থেকে ১৫ লক্ষ টাকা জমা দিতে হবে।
Advertisement
Advertisement



