• facebook
  • twitter
Wednesday, 13 August, 2025

রাজস্ব আদায়ে কড়াকড়ি, অ্যাসেসমেন্ট দ্রুত সারতে উদ্যোগী পুরসভা

নতুন নির্মিত ফ্ল্যাট থেকে কর আদায় আরও দ্রুত ও কার্যকর করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখন থেকে যেসব জায়গায় বিল্ডিং তৈরির অনুমোদন দেওয়া হচ্ছে, সেই তথ্য সঙ্গে সঙ্গে পাঠানো হবে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগে। ফলে বিল্ডিং তৈরি হওয়ার আগেই কর সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। মেয়র বলেন, ‘অনেকেই নতুন

ফাইল ছবি

নতুন নির্মিত ফ্ল্যাট থেকে কর আদায় আরও দ্রুত ও কার্যকর করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কলকাতা পুরসভা। মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, এখন থেকে যেসব জায়গায় বিল্ডিং তৈরির অনুমোদন দেওয়া হচ্ছে, সেই তথ্য সঙ্গে সঙ্গে পাঠানো হবে পুরসভার অ্যাসেসমেন্ট বিভাগে। ফলে বিল্ডিং তৈরি হওয়ার আগেই কর সংক্রান্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে।

মেয়র বলেন, ‘অনেকেই নতুন ফ্ল্যাট তৈরি করে দীর্ঘদিন কর দিচ্ছেন না। দশ বছর পেরিয়ে গেলেও ফ্ল্যাট আসেসমেন্টে আনা হয়নি। এবার থেকে বিল্ডিংয়ের যিনি অনুমোদন নিচ্ছেন, প্রোমোটার হোন বা মালিক, তাঁর নামেই প্রত্যেকটি ফ্ল্যাটের প্রাথমিক কর রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর তাঁরা যখন ফ্ল্যাট বিক্রি করবেন, তখন নতুন মালিকের নামে পুরসভা মিউটেশন করে দেবে। এতে কর ফাঁকি বন্ধ হবে ও পুরসভার রাজস্বও বাড়বে।’

পুরসভা সূত্রে জানা গিয়েছে, বহু প্রোমোটার বা ফ্ল্যাট নির্মাতা ইচ্ছাকৃতভাবে কর এড়িয়ে চলছেন। তাঁরা ফ্ল্যাট তৈরি করে তা ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে করের আওতায় আনছেন না। এই নতুন নিয়মে পুরসভা একদিকে যেমন আগেভাগেই কর আদায়ের পথে এগোতে পারবে, তেমনই পুরনো ফাঁকিও ধরা পড়বে। পুরসভার এই সিদ্ধান্তে শহরে নিয়মশৃঙ্খলা আরও মজবুত হবে বলেই আশা করছেন সংশ্লিষ্ট আধিকারিকরা।