• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুরসভা পরিচালিত স্কুলে উন্নত ইংরেজি শিক্ষা, পাশে ‘টিচ টু লিড’

কলকাতা পুরসভার অধীনস্থ স্কুলগুলির পড়ুয়ারা এবার পাবে আরও উন্নতমানের ইংরেজি শিক্ষা ও আধুনিক পদ্ধতির পাঠদান।

কলকাতা পুরসভার অধীনস্থ স্কুলগুলির পড়ুয়ারা এবার পাবে আরও উন্নতমানের ইংরেজি শিক্ষা ও আধুনিক পদ্ধতির পাঠদান। পুরসভার শিক্ষা বিভাগের সঙ্গে হাত মিলিয়ে এই কাজ চালাচ্ছে ‘টিচ টু লিড’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা।

২০২২ সাল থেকে এই সংস্থা ও কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে ১০টি বিদ্যালয়ে চলছে বিশেষ শিক্ষাপ্রকল্প। প্রতিটি স্কুলে ২ থেকে ৩ জন করে শিক্ষক নিয়োগ করেছে ‘টিচ টু লিড’। তাঁদের মূল লক্ষ্য, ছাত্রছাত্রীদের ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা এবং শিশু-কেন্দ্রিক শিক্ষাদান পদ্ধতি প্রয়োগের মাধ্যমে পঠনপাঠনকে আরও আনন্দময় ও কার্যকর করে তোলা।

Advertisement

এই শিক্ষকরা আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহার করে পড়ুয়াদের বোঝার ক্ষমতা, মনোযোগ এবং আচরণগত দিকগুলি উন্নত করার দিকেও নজর দিচ্ছেন। ধাপার বিদ্যাসাগর কেএমসিপি স্কুল, মাইকেল মধুসূদন দত্ত স্কুল-সহ মোট ১০টি বিদ্যালয়ে চলছে এই বিশেষ কর্মসূচি।

Advertisement

পুরসভার মেয়র পারিষদ (শিক্ষা) সন্দীপন সাহা জানান, ‘টিচ টু লিড’ সংস্থার সহায়তায় ছাত্র-ছাত্রীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। ইংরেজি শিক্ষায় তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন। আমাদের নিয়মিত শিক্ষকরাও এই সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন।’ পুরসভা সূত্রে খবর, ভবিষ্যতে আরও স্কুলে এই ধরনের উদ্যোগ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনাও রয়েছে। সব মিলিয়ে, পুরসভার স্কুলগুলির শিক্ষার মান উন্নয়নের দিকে এটি একটি আশাব্যঞ্জক পদক্ষেপ।

Advertisement