আগামী শিক্ষাবর্ষে গরমের ছুটিতে কাটছাঁট পর্ষদের। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে আগামী শিক্ষাবর্ষের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার। সেই প্রকাশিত তালিকায় দেখা গিয়েছে, আগামী বছর পড়ুয়ারা গরমের ছুটি পাবে মাত্র ৬ দিন। আগামী ১১ মে থেকে ১৬ মে পর্যন্ত ছুটির দিন নির্ধারিত হয়েছে।
আগামী বছরে সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলের পড়ুয়ারা গরমের ছুটি পাবে মাত্র ৬ দিন। পর্ষদের যুক্তি, নিয়ম মতে বছরে স্কুলগুলিকে ৬৫টি ছুটি বরাদ্দ করা হয়। এর সঙ্গে আবার নতুন করে অনেক ছুটি দেওয়া হচ্ছে। ফলে গরমের ছুটিতে কাটছাঁট করতে হয়েছে। তবে শারদোৎসব উপলক্ষ্যে ২৮ দিন ছুটি দেওয়া হয়েছে।
Advertisement
রাজ্য সরকার অনেক নতুন ছুটি ঘোষণা করেছে। যেমন গুরু রবিদাসের জন্মদিন, বীর চিলাবাই-র জন্মদিবস, ইস্টার স্যাটারডে, হুল দিবস, করম পুজো এমন দিনগুলিতে স্কুল ছুটি দেওয়া হয়। এছাড়া, অতিরিক্ত গরমের জন্যও প্রায় প্রতি বছরই রাজ্য সরকার স্কুল পড়ুয়াদের বাড়তি ছুটি দেয়। সেই ছুটি মানতে হয় স্কুলগুলিকে। এই প্রসঙ্গে এখনও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায় কোনও মন্তব্য করেননি।
Advertisement
Advertisement



