• facebook
  • twitter
Friday, 12 December, 2025

দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের ১৭৩ স্কুল, পুজোর ছুটিতেই মেরামত

মোট ১৭৩টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ভারী বৃষ্টিতে বিপর্যয়ের কবলে পড়ে গোটা উত্তরবঙ্গ। বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ভেঙে গিয়েছে রাস্তা। এনিয়ে রিপোর্ট পেশ করা হয়েছে। রিপোর্টে দেখা যাচ্ছে মোট ১৭৩টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৯৪টি এবং হাইস্কুল ৭৯টি। কোথাও দেওয়াল ভেঙেছে, কোথাও শ্রেণিকক্ষ, ছাদ বা সীমানা প্রাচীর ভেঙে গিয়েছে। বন্যা বিপর্যয়ের পর সম্প্রতি দু’বার উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে শিক্ষা দপ্তর পুজোর ছুটির মধ্যেই স্কুলগুলি দ্রুত সংস্কার করতে তৎপর হয়েছে।

জেলা প্রশাসন ও ব্লক পর্যায় থেকে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির তালিকা সংগ্রহ করা হয়েছে এবং সেই তালিকা পাঠানো হয়েছে সরকারকে। দার্জিলিং জেলার পাহাড়ি এলাকার স্কুলগুলির পরিস্থিতি বেশ খারাপ। এই জেলায় ৩০টির বেশি স্কুল ক্ষতিগ্রস্ত। এর মধ্যে হাইস্কুলের সংখ্যা প্রায় ২০টি এবং প্রাথমিক স্কুল ১২টি।
বিভিন্ন ব্লক যেমন দুধিয়া, লোয়ার ব্লুমফিল্ড, পেডিখোলা, ঘুম, টুংসুং এলাকার বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। দার্জিলিং জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক ও হাইস্কুল) তাপস বিশ্বাস জানিয়েছেন, ব্লক প্রশাসনের সহযোগিতায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। তা রাজ্য সরকারের কাছে পাঠানো হয়েছে। শীঘ্রই সেগুলির সংস্কার কাজ শুরু হবে বলেই আশা করছি।’ শিক্ষাদপ্তরের এক অফিসার জানান, ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত স্কুলগুলির তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সেগুলি সংস্কার করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

Advertisement

Advertisement