• facebook
  • twitter
Sunday, 11 January, 2026

চা-বাগানের নথিই ভোটার প্রমাণ, কমিশনের সবুজ সংকেত

ভোটার তালিকা সংশোধনের সময় বহু শ্রমিকের নাম বাদ পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সেই জট অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে।

ফাইল ছবি।

চা-বাগান ও চিনচোনা প্ল্যান্টেশনের নথিকে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বৈধ দলিল হিসেবে মান্যতা দিল নির্বাচন কমিশন। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই নথি ব্যবহারে আর কোনও আপত্তি নেই বলে জানিয়ে দিল।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই সাতটি জেলায় চা-বাগান এবং চিনচোনা প্ল্যান্টেশনের রেকর্ডকে ভোটার তালিকা সংশোধনের সহায়ক নথি হিসেবে গ্রহণ করা হবে।

Advertisement

কমিশনের তরফে একটি চিঠিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের পাঠানো প্রস্তাব খতিয়ে দেখে কমিশনের তরফে কোনও আপত্তি জানানো হয়নি। ফলে ওই জেলাগুলিতে বসবাসকারী চা-বাগান শ্রমিক ও প্ল্যান্টেশন এলাকার বাসিন্দাদের ভোটার তালিকাভুক্তিতে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরেই চা-বাগান এলাকায় পরিচয়পত্র ও বাসস্থানের প্রমাণ নিয়ে সমস্যার অভিযোগ উঠছিল। ভোটার তালিকা সংশোধনের সময় বহু শ্রমিকের নাম বাদ পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সেই জট অনেকটাই কাটল বলে মনে করা হচ্ছে।

এসআইআর প্রক্রিয়ায় নথি সংক্রান্ত বিতর্কের আবহে কমিশনের এই নির্দেশ রাজ্যের উত্তরবঙ্গের বিস্তীর্ণ চা-বাগান অঞ্চলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে প্রশাসনিক সূত্রের দাবি।

Advertisement