• facebook
  • twitter
Monday, 8 December, 2025

অশালীন আচরণের প্রতিবাদে প্রহৃত অভিভাবক, আটক দুই নাবালক

নিজের মেয়েকে নিয়ে স্কুলের সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছিলেন প্রহৃত বাবা

প্রতীকী চিত্র।

অশালীন আচরণের প্রতিবাদ করায় তিন নাবালকের হাতে প্রহৃত হলেন ছাত্রীর বাবা। সোমবার বেলা ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়ার রাজারামতলা এলাকার এক স্কুলের সামনে। স্থানীয়দের অভিযোগ, সেই সময় গার্লস স্কুলের সামনে স্কুটার নিয়ে ঘোরাঘুরি করছিল তিন নাবালক। তারা স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা মেয়েদের উদ্দেশে কটূক্তি করছিল বলে অভিযোগ।

সূত্রের খবর, সেই সময় নিজের মেয়েকে নিয়ে স্কুলের সরস্বতী পুজোর অনুষ্ঠানে এসেছিলেন প্রহৃত বাবা। তাঁর মেয়েকে উদ্দেশ করে কটূক্তি করতেই প্রতিবাদ করেন তিনি। সেই সময় মারধর করা হয় তাঁকে। নাবালকদের প্রহারে মাথা ফাটে তাঁর।

Advertisement

এরপরেই উত্তেজিত অন্যান্য অভিভাবকরা দুই নাবালককে ধরে বেধড়ক মারধর করলেও এলাকা ছেড়ে পালিয়ে যায় আরও এক নাবালক। তারপর আটক দুই নাবালককে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। খোঁজ চলছে অপর অভিযুক্ত নাবালকের।

Advertisement

Advertisement