• facebook
  • twitter
Wednesday, 23 April, 2025

দক্ষিণ কলকাতার বহুতলে আগুন

দক্ষিণ কলকাতার এক বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে টালিগঞ্জের করুণাময়ী এলাকার ওই বহুতল আবাসনের ১৬ তলায় আগুন লাগে।

দক্ষিণ কলকাতার একটি বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। মঙ্গলবার দুপুরে টালিগঞ্জের করুণাময়ী এলাকার ওই বহুতল আবাসনের ১৬ তলায় আগুন লাগে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আবাসনের এক বাসিন্দা জানান, মঙ্গলবার আবাসনের এক নম্বর টাওয়ারের ১৬জি ফ্ল্যাটে ঝালাইয়ের কাজ চলছিল। সম্ভবত সেখান থেকেই আগুন লাগে। আশপাশের কয়েকটি ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়ে। আবাসনের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকলেও তা দিয়ে আগুন নেভানো যায়নি। পরে দমকল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।