• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইসিএসআই-এর ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের উদ্যোগে শিক্ষক সম্মেলন

আইসিএসআই-এর ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের উদ্যোগে 'শিক্ষকদের ক্ষমতায়ন' নিয়ে একটি শিক্ষক সম্মেলনের আয়োজিত হল।

আইসিএসআই-এর ইস্টার্ন ইন্ডিয়া রিজিওনাল কাউন্সিলের উদ্যোগে ‘শিক্ষকদের ক্ষমতায়ন’ নিয়ে একটি শিক্ষক সম্মেলনের আয়োজিত হল। ১৫ সেপ্টেম্বর আইসিএসআই সিসিজিআরটি কলকাতা ক্যাম্পাসে এই সম্মেলন আয়োজিত হয়েছিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বেলুড়ের রামকৃষ্ণ মিশন শিল্পমন্দিরের সহকারী সচিব স্বামী বেদাতীতানন্দ। তিনি তাঁর ভাষণে মূল্যবোধ শিক্ষার গুরুত্ব তুলে ধরেন।

কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের মাদার টেরেসা চেয়ার প্রফেসর গৌতম দত্ত পরিবর্তিত প্রযুক্তির মধ্যে শিক্ষাক্ষেত্রে উৎকর্ষ বজায় রাখার বার্তা দেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিন, ফ্যাকাল্টি কাউন্সিল ফর পিজি স্টাডিজ (কমার্স, সোশাল ওয়েলফেরার ও বিজনেস ম্যানেজমেন্ট) জেকে দাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আধিকারিক ও অধ্যাপকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জেকে দাস পেশাগত শিক্ষায় আইসিএসআই-এর অবদানের প্রশংসা করেন এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়জুড়ে সকল শিক্ষার্থীর জন্য দক্ষতাভিত্তিক শিক্ষার উপর জোর দেন।

Advertisement

বিভিন্ন কলেজের প্রায় ১৪০ জন শিক্ষক এই সম্মেলনে অংশগ্রহণ করেন। কলকাতা এনসিএলটি বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি, আইসিএসআই-এর প্রাক্তন সভাপতি, সিএস (ডঃ) মমতা বিনানী, কর্মজীবনের ভারসাম্যের উপর আলোচনা করেন। আইসিএসআই-এর ইআইআরসি-র প্রাক্তন চেয়ারম্যান, আইন ও ম্যানেজমেন্টের অধ্যাপক, সিএস সুব্রত কুমার রায়, শিক্ষায় কোম্পানি সেক্রেটারিয়েটের কার্যকলাপ রূপান্তরিত ভারতে নেতৃত্ব দেয় বলে মন্তব্য করেন। কোম্পানি সেক্রেটারিয়েটের উপর একটি অধিবেশনও অনুষ্ঠিত হয়।

Advertisement

আইসিএসআই-এর ইআইআরসি-র চেয়ারম্যান সিএস অনুজ সারস্বত, আইসিএসআই-এর ইআইআরসি-র সমগ্র রিজিওনাল কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইসিএসআই-এর ইআইআরসি-র প্রাক্তন চেয়ারম্যান সিএস (ড.) মোহিত শ ধন্যবাদ জ্ঞাপন করেন।

Advertisement