• facebook
  • twitter
Friday, 5 December, 2025

হাওড়ায় জল সঙ্কটের মাঝে বাড়িতে ফাটল, একাধিক এলাকা বিদ্যুৎহীন

হাওড়া পুরসভার উত্তরে ১৪টি ওয়ার্ডে জলের অভাবে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতি সামাল দিতে এইসব এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করছে পুরসভা।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিপাকে হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। একদিকে জল সঙ্কট, আর অন্যদিকে বিদ্যুৎহীন একাধিক এলাকা। পাইপ লাইনে ফাটলের জেরে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পাইপ লাইনে ফাটল শুধু নয়, ফাটল ধরেছে এখানকার একাধিক বাড়ি ও রাস্তাতেও। শুক্রবারের তুলনায় শনিবার সকালে রাস্তায় আরও বেশি বাড়িতে ফাটল দেখা গিয়েছে। সেজন্য বিপদ এড়াতে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে।

ইতিমধ্যে হাওড়া পুরসভার উত্তরে ১৪টি ওয়ার্ডে জলের অভাবে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। পরিস্থিতি সামাল দিতে এইসব এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে জল সরবরাহ করছে পুরসভা। তবে প্রশাসন আশ্বস্ত করেয়েছে, এইসব অঞ্চলে নতুন করে ধস নামার কোনও সম্ভাবনা নেই। ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারের ৩৫০জন বাসিন্দাকে একটি স্কুলে স্থানান্তরিত করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, এলাকায় নতুন করে ধস নামার কোনও সম্ভাবনা নেই। কিছু জায়গায় জলের সমস্যা রয়েছে। সোমবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

Advertisement

জানা গিয়েছে, হাওড়ার বেলগাছিয়ায় একটি ভাগাড়ে ধস নামে। যার জেরে প্রায় দেড় বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় ফাটলের সৃষ্টি হয় এবং উত্তর হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রে জল সরবরাহের মূল পাইপ লাইনটি ফেটে যায়। মূলত ভূমিধসের জেরেই এই ঘটনা ঘটেছে। পাইপটির দৈর্ঘ্য প্রায় এক কিলোমিটার। ফলে এই বিস্তীর্ণ অঞ্চলে স্থানীয় বাসিন্দারা প্রচণ্ড গরমেও জল পাচ্ছেন না।

Advertisement

এদিকে এই সমস্যার সমাধানে কলকাতা পুরসভা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এলাকার বাসিন্দাদের আপৎকালীন জলের সঙ্কট মেটাতে ১৫টি জলের ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই অঞ্চলে পানীয় জলের সমস্যা না মেটা পর্যন্ত এই পরিষেবা অব্যাহত থাকবে। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে উত্তরপাড়া পৌরসভাও। এই পৌরসভা মোট ২৮টি জলের ট্যাঙ্ক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এই ঘটনার খবর পেয়ে রাজ্যের মন্ত্রী ও বিধায়ক অরূপ রায় বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান। তিনি জানান, ‘একাধিক সমস্যা দেখা দিয়েছে। যত দ্রুত সম্ভব তা মেটানোর চেষ্টা করা হচ্ছে। কিছু কিছু জায়গায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করা হয়েছে। কাজ মিটলেই সংযোগ দেওয়া হবে।” অনেক বাড়িতে ফাটল ধরা বিষয়ে তিনি বলেছেন, “সরকার এটা নিয়ে ভাবনা চিন্তা করছে।’

Advertisement