কেন্দ্র ও রাজ্যের জন্য একই টিকার দু’রকম দাম কেন? প্রশ্ন শীর্ষ আদালতের

সােমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন তিন। সদস্যের ডিভিশন বেঞ্চে করােনা নিয়ে স্বতঃস্ফুর্ত মামলার শুনানি চলে।

Written by SNS Delhi | June 1, 2021 3:16 pm

সুপ্রীম কোর্ট (File Photo: AFP)

সােমবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বধীন তিন। সদস্যের ডিভিশন বেঞ্চে করােনা নিয়ে স্বতঃস্ফুর্ত মামলার শুনানি চলে। সেখানে আদালতের একগুচ্ছ প্রশ্নের মুখে পড়তে হয়। কেন্দ্রের আইনজীবী সলিটর। জেনারেল তুষার মেহতা কে। করােনা রুগীদের ঔষধ, অক্সিজেন, টিকাকরণ শিবির নিয়ে।

আদালত স্বতঃস্ফুর্ত মামলা করেছে শীর্ষ আদালত। গ্রামবাসীরা কিভাবে করােনা টিকাকরণ কর্মসূচি তে রেজিষ্ট্রেশন করাতে কোউইন আপে নাম তুলবে তা জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রের টিকাকরণ নীতি নিয়ে আদালত এদিন জানায়- ‘বিভিন্ন রাজ্য বিদেশের টিকা পাওয়ার জন্য আন্তজার্তিক দরপত্র চাইছে। রাজ্য গুলি নিজেদের মধ্যে প্রতিযােগিতায় নামুক, তা কি চাইছে কেন্দ্র’?

কেন্দ্র ও রাজ্যের জন্য একই টিকার দুরকম দাম মে? কেন বেশি দামে রাজ্য কিনবে টিকা। কেন্দ্র কেই গােটা দেশবাসীর দায়িত্ব নিতে হবে বলে আদালত পর্যবেক্ষণে জানায়। বছরে বেশি ব্যক্তিদের করােনা টিকা দিতে টিকাকরণ শিবির চালাচ্ছে কেন্দ্র। তবে ১৮ থেকে ৪৪ – এর বয়সীদের করােনা টিকাতে কেন ৫০ % বরাদ্দকৃত।

বাকি ৫০ % কেন বেসকারি হাসপাতালে করােনা টিকা নেবে, তা নিয়েও প্রশ্ন তুলে শীর্ষ আদালত। দেশের প্রত্যন্ত গ্রামে কেন্দ্রের কোউইন আপে নাম নথিভুক্তিকরণ কিভাবে করবে তা জানতে চাইলে সলিটর জেনারেল তুষার মেহতা জানান- ‘নিকটবর্তী সাইবার ক্যাফে কিংবা কম্পিউটারে অনলাইনে জানাতে হবে। কেন্দ্রের এই অবস্থান আদৌও বাস্তবসম্মত কিনা, তা নিয়েও আদালত তুলে প্রশ্ন।