শুক্রবার জম্মু ও কাশ্মীরে চারটি আসনে রাজ্যসভা ভোট হবে। ১০ বছর বিধানসভা ভোট না হওয়ার ফলে ২০২১ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই চারটি আসন খালি রয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চলের বিরোধী দল পিপল্স ডেমোক্র্যাটিক পার্টি (পিডিপি)-র দলপ্রধান মেহবুবা মুফতি ঘোষণা করলেন যে তাঁরা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর প্রার্থীদের সমর্থন করবেন। তিনি আরও জানিয়েছেন যে, বিজেপি কে দূরে রাখার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওমরের বাবা তথা এনসি প্রধান ফারুক আবদুল্লাহ তিনটি আসনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার পর কংগ্রেসের সঙ্গে এই দলের বিবাদ তৈরি হয়। শুধুমাত্র চতুর্থ আসনটি কংগ্রেসের জন্য ছেড়েছিলেন ওমর এবং ফারুক। কিন্তু ওই আসনের ক্ষেত্রে জম্মু ও কাশ্মীরের বিধানসভার প্রধান বিরোধী পার্টি বিজেপির পরিষদীয় অবস্থান কংগ্রেসের তুলনায় ভালো থাকায়, কংগ্রেস লড়তে রাজি হয়নি। পরে চতুর্থ আসনের জন্যও প্রার্থী মনোনয়ন করে এনসি। রাজ্যসভা ভোটে দুই দলের মধ্যে বিবাদের প্রভাব পড়েছে বিধানসভা উপনির্বাচনের ক্ষেত্রেও। বিজেপি বিধায়ক দেবেন্দ্র সিংহ রানার মৃত্যুর পর খালি হওয়া এই আসনে না লড়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। এই কারণে বিজেপি যাতে শাসনক্ষমতা দখল করতে না পারে সেই উদ্দেশে এনসিকে বিজেপির বিরুদ্ধে জোরদার লড়াই চালাতে হচ্ছে। শুক্রবার প্রথম এবং দ্বিতীয় আসনের জন্য আলাদা করে ভোট হবে।
Advertisement
অন্যদিকে তৃতীয় এবং চতুর্থ আসনের জন্য যৌথভাবে ভোটগ্রহণ করা হবে। ভোট শুরু হবে শুক্রবার সকাল ৯টা থেকে এবং শেষ হবে বিকেল ৪টের সময়। ভোটগণনা শুরু হবে সেদিনই বিকেল ৫টা থেকে। একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, চতুর্থ আসনে বিজেপিকে হারানোর জন্য বুধবার রাতে ফারুক মেহবুবাকে ফোন করেন। এরপরই তিনি ভোট না দেওয়ার সিদ্ধান্ত বদলে এনসি প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নেন। তিনি বলেছেন, ‘এই পার্টির (এনসি) সমর্থন পাওয়ার কথা নয়, কিন্তু আমাদের এই দলকে সমর্থন করতে হবে বৃহত্তর কারণের কথা মাথায় রেখে, ফ্যাসিবাদী শক্তিকে দূরে রাখতে।’
Advertisement
Advertisement



