কলকাতা:- দার্জিলিংয়ের গায়েই রয়েছে এই গ্রাম টুকভার। অথচ অনেকেই নামই জানেনা। পর্যটকদের ভিড় এড়িয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউ উপভোগ করার আদর্শ জায়গা এই তুকভার। কাঞ্চনজঙ্ঘার কোল জুড়ে ছড়িয়ে রয়েছে চা-বাগান। হোমস্টেতে বসেই দেখা যাবে কাঞ্জনজঙ্ঘা। তুকভার ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। কিন্তু তার অবস্থান এমন একটা জায়গায় যে অনেকেই জানেন না সেখানকার কথা। দার্জিলিংয়ের একেবারে গা ঘেঁসেই রয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রামটি। তুকভার থেকে দার্জিলিংয়ের দূরত্ব মাত্র ৬ কিলোমিটার। ছোট্ট গ্রাম, গুটি কয়েক ঘরবাড়ি আর তাতেই হোমস্টে। তুকভারের আরেকটি বিশেষ সৌন্দর্য হল চা বাগানের মাঝে কাঞ্জনজঙ্ঘা। এপ্রিল মাস জুড়ে এখানে আলাদা সৌন্দর্যই দেখা যায়। গ্রামের যেদিকে তাকানো যায় সেদিকেই কাঞ্জনজঙ্ঘা দেখা যায়। তুকভার থেকে চলে আসতে পারেন জামুনি পার্কে। বলিউডের ছবি বরফির শ্যুটিং এখানেই হয়েছিল। টুকভার থেকে জামুনি যাওয়ার রাস্তাটা ভীষণ সুন্দর। চা-বাগানের গা ঘেঁসে চলে গিয়েছে রাস্তাটি। পার্কের মাঝে রয়েেছ একটি লেক আর বড় একটা শিবমন্দির। সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে দেওয়া যায়। এই পার্কের কাছেও বেশ কিছু থাকার জায়গাও রয়েছে। জামুনি ঝুলন্ত ব্রিজের একদিকে পশ্চিমবঙ্গ আরেকদিকে সিকিম। ব্রিজের নীচ দিয়ে বয়ে গিয়েছে জামুনী নদী। লেকে বোটিংয়ে ব্যবস্থাও রয়েছে। পার্কের এক পাশ দিয়ে বয়ে চলেছে জামুনি নদী। জোরথাং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা রয়েছে এখানে। কাঠের ঝুলন্ত ব্রিজেই নাকি শ্যুটিং হয়েছিল বরফি সিনেমার।
Advertisement
Advertisement



