• facebook
  • twitter
Friday, 5 December, 2025

কর্ণাটকে প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন বধূর

কর্ণাটকের টুমাকুরু জেলায় এক মহিলা তাঁর স্বামীকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই মহিলার সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল।

কর্ণাটকের টুমাকুরু জেলায় এক মহিলা তাঁর স্বামীকে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে। ওই মহিলার সঙ্গে এক ব্যক্তির প্রেমের সম্পর্ক ছিল। তাঁরা দু’জনে মিলে মহিলার স্বামীকে মেরে দেহ দূরে ফেলে দেন। মৃত ব্যক্তির নাম শঙ্করমূর্তি। ২৪ জুন তিনি নিজের খামারবাড়িতে একা ছিলেন। তাঁর স্ত্রী সুমঙ্গলা স্থানীয় এক হস্টেলে রান্নার কাজ করেন। সেখানেই নাগরাজু নামে এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

পুলিশ জানায়, শঙ্করমূর্তি এই সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন। সেই কারণে সুমঙ্গলা ও তাঁর প্রেমিক নাগরাজু মিলে শঙ্করমূর্তিকে খুন করার ছক করেন। ঘটনার দিন সুমঙ্গলা তাঁর প্রেমিককে সঙ্গে নিয়ে খামারবাড়িতে যান। প্রথমে শঙ্করমূর্তির চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেন। তারপর তাঁকে মুগুর দিয়ে মারেন। শেষে মাটিতে ফেলে তাঁর গলায় পা দিয়ে চেপে শ্বাসরোধ করে খুন করেন।

Advertisement

এরপর তাঁরা দেহটি বস্তায় ভরে গাড়িতে করে ৩০ কিলোমিটার দূরে একটি কুয়োয় ফেলে দেন। পরের দিন সুমঙ্গলা থানায় গিয়ে বলেন, তাঁর স্বামী নিখোঁজ। কিন্তু পুলিশ খামারবাড়িতে গিয়ে সন্দেহজনক জিনিস দেখতে পায়। ধস্তাধস্তির চিহ্ন ও লঙ্কার গুঁড়ো মেঝেতে পড়ে ছিল। এরপর পুলিশ সুমঙ্গলাকে জিজ্ঞাসা করলে তিনি খুনের কথা স্বীকার করেন। পুলিশ সুমঙ্গলাকে গ্রেপ্তার করেছে। তাঁর প্রেমিক নাগরাজুকে খোঁজা হচ্ছে।

Advertisement

Advertisement