• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার

বৃহস্পতিবার ভোরে জামুই-লখিসরাই সড়কের মাঞ্জওয়া গ্রামের কাছে কোনিয়া বাহিয়ারে একটি অটো পেছন থেকে সজোরে একটি ট্রাককে ধাক্কা দেয়।

প্রতীকী চিত্র

বিহারে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার। বৃহস্পতিবার ভোরে জামুই-লখিসরাই সড়কের মাঞ্জওয়া গ্রামের কাছে কোনিয়া বাহিয়ারে একটি অটো পেছন থেকে সজোরে একটি ট্রাককে ধাক্কা দেয়। অটোতে থাকা ৬ পড়ুয়ার মধ্যে তিনজন ঘটনাস্থলেই মারা যান। বাকিরা গুরুতর আহত হন।

মৃতেরা হলেন – সমস্তিপুর জেলার উচিয়াপুর থানার বৈকুণ্ঠপুর গ্রামের বাসিন্দা পঙ্কজ (২২), সমস্তিপুর জেলার বিভূতিপুর থানার খাদিয়াগি গ্রামের বাসিন্দা সরোজ কুমার (২০) এবং নালন্দা জেলার চন্ডি থানার গৌরী গ্রামের বাসিন্দা শাহিল কুমার (২০)। আহতদের মধ্যে রয়েছেন সিওয়ানের অঙ্কিত গুপ্ত, অজিতকুমার যাদব এবং মুজাফফরপুরের বাসিন্দা রোশন কুমার।

Advertisement

শিবসোনা ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ ডঃ বিমলেশ কুমার বলেন, ‘সকলেই দ্বিতীয় বর্ষের ছাত্র। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষ হওয়ার পর, বৃহস্পতিবার ভোরে ওরা একটি জিএনজি অটোতে করে লক্ষীসরাইয়ের ট্রেন ধরতে রওনা দেয়। মাঞ্জওয়া গ্রামের কোনিয়া বাহিয়ারের কাছে রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। সেই সময় অটোচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেন।ঘটনাস্থলেই তিন ছাত্রের মৃত্যু হয় এবং তিনজন আহত হয়।’

Advertisement

পুলিশ সূত্রে খবর, অঙ্কিত গুপ্ত নামে এক ছাত্রের অবস্থা খুবই গুরুতর। তাঁকে পাটনায় স্থানান্তরিত করা হয়েছে। অন্য দুই ছাত্র সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমান। ঘটনার খবর পেয়ে জামুই সিডিপিও সতীশ সুমন, ট্রাফিক পুলিশ আধিকারিক এবং শহর পুলিশের আধিকারিকেরা ঘটনাস্থলে যান। মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে নিয়ে আসে।

Advertisement