সম্পূর্ণ লকডাউন ঘােষনা হল কণাটকে। শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী আগামী ১০ মে ভাের ছ টা থেকে ২৪ মে ভাের ছ টা পর্যন্ত লকডাউন ঘােষণা করেন। করােনা কার্ফু জারি করা হয়েছিল কর্ণাটকে।
কিন্তু তা সফল না হওয়ায় লকডাউনের সিদ্ধান্ত। জরুরি পরিষেবা ছাড়া খাদ্যদ্রব্যের দোকান, মাংসের দোকান, সবজি বাজার, ভাের ছ’টা থেকে সকাল দশটা পর্যন্ত খােলা থাকবে। সব পাব, বার, হােটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকবে।
Advertisement
Advertisement
Advertisement



