বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। তাঁর আপ্তসহায়ক শত্রুধন কুমারের দাবি, বাংলো থেকে উধাও হয়েছে বেশ কিছু জিনিস। আপ্তসহায়কের অভিযোগ, বাংলো খালি করার সময় বেশ কিছু সরকারি সম্পত্তি সরিয়ে দিয়েছেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। বাংলো থেকে উধাও হয়েছে সোফা, এসি, ফুল গাছের টব।
Advertisement
Advertisement



