দিল্লি, ২১ ডিসেম্বর— অনুপ্রবেশ রুখতে ব্যর্থতার দায় এড়াতেই কংগ্রেসের উপর দোষ চাপাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী— এমন অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। রবিবার মোদীর মন্তব্যের কড়া নিন্দা করে তিনি বলেন, ‘যখনই উনি ব্যর্থ হন, তখন সব কিছুর দায় বিরোধীদের ঘাড়ে চাপান। দেশ ধ্বংসকারী আমরা নই। আমরা কাউকে রক্ষা করছি না। দেশের স্বার্থে যা ভাল, তা করব। কিন্তু সন্ত্রাসবাদী বা অনুপ্রবেশকারীদের কখনও সমর্থন করিনি।’
প্রসঙ্গত, সম্প্রতি আসামের নামরুপে এক জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন, কংগ্রেস বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আসামে বসতি গড়তে সাহায্য করছে। তাঁর দাবি ছিল, ‘ভোটব্যাঙ্ক মজবুত করতে কংগ্রেস বনাঞ্চল ও জমিতে বেআইনি অনুপ্রবেশকারীদের বসাতে চায়। সাধারণ মানুষের কথা তারা ভাবে না।’ পাশাপাশি ভোটার তালিকার সংশোধনের বিরোধিতা করেও কংগ্রেসকে আক্রমণ করেন মোদী।
Advertisement
এই মন্তব্যের পাল্টা জবাবে খাড়্গে ‘ডাবল ইঞ্জিন’ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর কথায়, ‘কেন্দ্রে বিজেপির সরকার, আসামেও বিজেপির সরকার। একে বলে ডাবল ইঞ্জিন সরকার। তা হলে অনুপ্রবেশ রুখতে যদি তারা ব্যর্থ হয়, তার দায় বিরোধীদের উপর চাপানো হচ্ছে কেন? আমরা কি সেখানে শাসন করছি?’
Advertisement
কংগ্রেস সভাপতির দাবি, অনুপ্রবেশ একটি গুরুতর জাতীয় নিরাপত্তার বিষয়, যার দায়িত্ব সম্পূর্ণ ভাবে কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্য সরকারের। এই বিষয়ে ব্যর্থতা ঢাকতেই রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের নিশানা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। খাড়্গের মন্তব্যে স্পষ্ট, জাতীয় নিরাপত্তা নিয়ে রাজনীতি নয়, দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপই এখন প্রয়োজন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর বক্তব্যকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার ইঙ্গিত মিলছে। অনুপ্রবেশ, ভোটার তালিকা সংশোধন এবং ‘ডাবল ইঞ্জিন’ সরকারের দায়— এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই আগামী দিনে কেন্দ্রীয় রাজনীতিতে বিতর্ক আরও চড়া হবে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
Advertisement



