জেলাশাসক বিয়ে বাড়ি বন্ধ করে দিলেন, আটক করা হল নিমন্ত্রিতদের

অতিমারি পরিস্থিতিতে যে আইন রয়েছে, তা অমান্য করে জনসমাগম ঘটানাের দায়ে আগামী এক বছরের জন্য ত্রিপুরার দুটি ভবন বন্ধ করে দেওয়া হল।

Written by SNS Agartala | April 30, 2021 12:30 pm

অতিমারি পরিস্থিতিতে যে আইন রয়েছে, তা অমান্য করে জনসমাগম ঘটানাের দায়ে আগামী এক বছরের জন্য ত্রিপুরার দুটি ভবন বন্ধ করে দেওয়া হল। সােমবার এই দু’টি ভবন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন জেলাশাসক।

পশ্চিম ত্রিপুরার জেলাশাসক শৈলেশ যাদব খবর পান, এই অতিমারির পরিস্থিতির মধ্যেও তার জেলার মানিককোট এবং গােলাপবাগান নামে দুটি ভবনে বড় আকারে বিয়েবাড়ির আয়ােজন করা হয়েছে এবং সেখানে প্রচুর জনসমাগম হয়েছে।

দ্রুত সেখানে হাজির হয়ে যান জেলাশাসক। সঙ্গে নিয়ে যান পুলিশকেও। দুই জায়গায় হাজির হয়ে বিয়েবাড়িতে নিমন্ত্রিত অতিথিদের থেকে শুরু করে বর-কনে সকলকেই ওই দুই ভবন থেকে বের করে দেন। এবং সকলকে আটক করার নির্দেশ দেন।

তার সঙ্গে কেউ তর্ক করতে এলে কোভিডের নিয়মবিধি ভাঙার জন্য গ্রেফতার করা হবে বলে তিনি সাফ জানিয়েছেন। সেই সঙ্গে ওই এলাকার সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।