ভোট ময়দানে প্রার্থী বিতর্কিত ধর্মগুরু স্বামী ওম

ভোট ময়দানে প্রার্থী বিতর্কিত ধর্মগুরু স্বামী ওম ।

Written by SNS March 26, 2019 9:59 am

স্বামী ওম

দিল্লি,২৫ মার্চ- লোকসভা নির্বাচন ২০১৯ এ প্রতি মুহূর্তে রাজনৈতিক পারদ ওঠানামা করছে। দাক্ষিণাত্যের রাজনীতি থেকে উত্তর ভারতের গোব্লায় মিনিটে মিনিটে বিভিন্ন রং ধারণ করছে। এদিকে ভোট যুদ্ধ যখন তুঙ্গে, ঠিক সে সময়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হলেন দেশের অন্যতম বিতর্কিত ধর্মগুরু স্বামী ওম।

বিগবস-খ্যাত এই স্বঘোষিত ধর্মগুরুকে নিয়ে এর আগে বহুবার বহু বিতর্ক প্রকাশ্যে আসে। এক ট্যুইট-বার্তায় তিনি জানিয়েছেন, তিনি দিল্লিতে গিয়ে কেজরিওয়ালের সরকারের বিরুদ্ধেই ভোটে দাঁড়াতে চান। স্বস্তিকা প্রতীক চিহ্ন নিয়ে রীতিমতো ভোটের ময়দানে বাজিমাত করতে প্রস্তুত তিনি। যদিও স্বস্তিকা প্রতীক চিহ্ন হিটলারের সেনাবাহিনীর প্রতীক ছিল। তবে সেই সব বিতর্কে কান দিতে তিনি রাজি নন এই স্বঘোষিত স্বামী। তাঁর দাবি, কেজরিওয়ালের হিন্দু বিরোধী অবস্থানের বিরুদ্ধে নেমেই তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে বহু হিন্দু সংগঠন স্বামী ওমের নামের বিষয়টি চূড়ান্ত করতে তৎপর হয়। এ বিষয়ে একাধিক বৈঠকও করেছেন তিনি।