ওমিক্রন আতঙ্কের জেরে উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়া যায় কিনা , তা কেন্দ্র ও নির্বাচন কমিশনকে বিবেচনা করে দেখতে বলেছিল এলাহাবাদ হাইকোর্ট।
সেই সময় থেকেই একটি অনিশ্চিয়তা তৈরি হয়েছিল নির্বাচনকে ঘিরে। তড়িঘড়ি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আধিকারিকরা।
Advertisement
জাতীয় নির্বাচন কমিশনের উত্তরপ্রদেশের পরিস্থিতি খতিয়ে দেখতে যোগীরাজ্যে যান কমিশনের প্রতিনিধি দলও। তবে এখনও পর্যন্ত যা খবর, তাতে পিছোচ্ছে না বিধানসভা নির্বাচন।
Advertisement
নির্ধারিত সময়েই নির্বাচন হবে উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে। আগামী বছরের মার্চ এপ্রিল মাসে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, মণিপুর, গোয়া এবং উত্তরাখণ্ডে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
Advertisement



