নিজস্ব প্রতিনিধি – ভারতের প্রাক্তন নৌসেনা অধ্যক্ষ অ্যাডমিরাল এল রামদাস মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরাকে একটি খোলা চিঠি লিখে ভারতীয় সেনাদের বীরত্ব ও বলিদানকে রাজনৈতিক স্বার্থে কতিপয় রাজনৈতিক দল রাজনীতি ও ভোটের স্বার্থে ব্যবহার করছে বলে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর খোলা চিঠিতে তিনি লিখেছেন, পুলওয়ামায় জঙ্গি হামলা, পাকিস্তানের বালাকোটে ভারতীয় বিমান বাহিনীর হামলা এবং উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমানের দেশে ফিরে আসার মতো ঘটনাকে কিছু রাজনৈতিক দল ভোটারদের প্রভাবিত করার জন্য ব্যবহার করে চলেছে। এই রাজনৈতিক দলগুলি ভারতীয় সেনার বীরত্বকে নিজেদের সংকীর্ণ স্বার্থে ব্যবহার করছে। রামদাস আরও লিখেছেন, লোকসভা নির্বাচনের আর কয়েক সপ্তাহ বাকি। এই সময় সাম্প্রতিক ঘটনাবলীকে কোনও রাজনৈতিক দল যাতে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে উগ্র দেশপ্রেম এবং জয়োল্লাসপূর্ণ বার্তা দেওয়ার স্বার্থে ব্যবহার না করে, সেটা দেখা একান্তই গুরুত্বপূর্ণ। এটা যারা করছে, তাদের উদ্দেশ্য ভোটারদের প্রভাবিত করা। তাঁর দু’পাতার চিঠিতে রামদাস লিখেছেন, একটি বিশেষ পরিকাঠামো, পরিস্থিতি এবং ভাবসত্তার পরিবেশে আমাদের সশস্ত্র সেনাবাহিনী কাজ করে থাকে, যা একাধারে অরাজনৈতিক এবং ধর্মনিরপেক্ষও বটে। সেই কারণে ভারতীয় সেনাবাহিনীর একজন প্রাক্তন গর্বিত সদস্য এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে চাই যে কিছু রাজনৈতিক দল সেনাবাহিনীর ছবি, ইউনিফর্ম এবং অন্যান্য জিনিস সর্বসমক্ষে এনে প্রচারের স্বার্থে সংবাদমাধ্যম এবং নির্বাচনী সভাগুলিতে খোলাখুলিভাবে প্রদরশন করছে। আমরা সেই কারণেই নির্বাচন কমিশনকে অনুরোধ জানাচ্ছি, যাতে তারা এই ব্যপারে হস্তক্ষেপ করেন। রাজনৈতিক দলগুলির কাছে একটা কঠিন বার্তা পৌঁছে দেওয়া দরকার যে, সেনাবাহিনীর কোনও রকম খবর ভোটের স্বার্থে তারা যেন ব্যবহার না করে।
Advertisement
Advertisement



