• facebook
  • twitter
Saturday, 13 December, 2025

স্বায়ত্ত শাসনের পরিধি বাড়াতে উচ্চপর্যায়ের কমিটি গড়লেন স্ট্যালিন

নতুন কমিটি গঠনের কথা বলার সময় আবার এক বার কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে সরব হন স্ট্যালিন।

ফাইল চিত্র

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মঙ্গলবার  রাজ্যের স্বায়ত্ত শাসন এবং কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়ান জোসেফের নেতৃত্বে এটি গঠন করা হবে। এ ছাড়াও এই কমিটিতে থাকছেন প্রাক্তন আইএএস অফিসার অশোকবর্ধন শেট্টি এবং মু নাগরাজন।

উচ্চপর্যায়ের এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হল, রাজ্যের ক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রের সঙ্গে সম্পর্ক জোরদার করা। সেই লক্ষ্যে কমিটি নিজেদের মতামত জানাবে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ওই কমিটিকে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিতে হবে  এবং দুই বছরের মধ্যে সুপারিশ-সহ একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। অর্থাত ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে।  মঙ্গলবার রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখবে। এর পাশাপাশি, রাজ্যের ক্ষমতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, তা-ও এই কমিটি বিবেচনা করে দেখবে বলে  স্ট্যালিন জানান  ।

Advertisement

সম্প্রতি সুপ্রিম কোর্টে তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবি বনাম স্ট্যালিন সরকারের লড়াইয়ে সরকারের পক্ষে সায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। ধাক্কা খেয়েছেন রাজ্যপাল আরএন রবি। তামিলনাড়ু সরকারের পাশ করানো ১০টি বিলে রাজ্যপাল সম্মতি না-দেওয়ায় স্ট্যালিনের সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। ৮ই এপ্রিল সুপ্রিম কোর্ট রায় দেয় যে রাজ্যপাল আরএন রবির ১০টি বিল আটকানোর সিদ্ধান্ত ‘অবৈধ এবং আইনত ভুল’। বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানায়, বিলের কোনও আইনি বিষয়ে আপত্তি থাকলে তা পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন রাজ্যপাল। আদালত স্পষ্ট করে দিয়েছে যে একবার কোনও বিল পুনর্বিবেচনা করা হলে এবং রাজ্য বিধানসভায় আবার উপস্থাপন করা হলে, রাজ্যপালকে অবশ্যই সম্মতি দিতে হবে যদি না বিলটি যথেষ্ট আলাদা হয়।পরে রাজ্যপাল বা রাষ্ট্রপতির সই ছাড়াই তামিলনাড়ুতে পাশ হয় ১০টি বিল। এর পরিপ্রেক্ষিতে স্ট্যালিন বলেন, ‘ সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে। এটি শুধুমাত্র তামিলনাড়ুর জন্য নয়, ভারতের সমস্ত রাজ্যের জন্য একটি বড় জয়।এই রায় সমস্ত রাজ্য সরকারের জন্য একটি জয়।’ সেই আবহেই এ বার রাজ্যের ক্ষমতা বাড়াতে পদক্ষেপের কথা ঘোষণা করলেন স্ট্যালিন।

Advertisement

নতুন কমিটি গঠনের কথা বলার সময় আবার এক বার কেন্দ্রের বিরুদ্ধে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগে সরব হন স্ট্যালিন। কেন্দ্রের নতুন শিক্ষানীতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ুতে হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন স্ট্যালিন। তিনি দাবি করেন, ‘এনইপি প্রত্যাখ্যান করায় কেন্দ্র শিক্ষাখাতে রাজ্যের প্রাপ্য আড়াই হাজার কোটি টাকার তহবিল আটকে রেখেছে।’ ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট এবং জাতীয় শিক্ষানীতির অধীনে ত্রি-ভাষা ফর্মুলার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী বলেন, এনইইটি-র কারণে অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন। ৪২ তম সংবিধান সংশোধনী, যা শিক্ষাকে যুগ্ম তালিকায় নিয়ে এসেছিল, তা ফিরিয়ে আনার আহ্বান জানিয়ে স্ট্যালিন শিক্ষাকে রাজ্যগুলির একচেটিয়া বিষয় করার আহ্বান জানিয়েছেন।

Advertisement