তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন মঙ্গলবার রাজ্যের স্বায়ত্ত শাসন এবং কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কুরিয়ান জোসেফের নেতৃত্বে এটি গঠন করা হবে। এ ছাড়াও এই কমিটিতে থাকছেন প্রাক্তন আইএএস অফিসার অশোকবর্ধন শেট্টি এবং মু নাগরাজন।
উচ্চপর্যায়ের এই কমিটি গঠন করার মূল উদ্দেশ্য হল, রাজ্যের ক্ষমতা বৃদ্ধি এবং কেন্দ্রের সঙ্গে সম্পর্ক জোরদার করা। সেই লক্ষ্যে কমিটি নিজেদের মতামত জানাবে। ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ওই কমিটিকে একটি অন্তর্বর্তীকালীন প্রতিবেদন জমা দিতে হবে এবং দুই বছরের মধ্যে সুপারিশ-সহ একটি চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। অর্থাত ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ রিপোর্ট জমা দিতে হবে। মঙ্গলবার রাজ্য বিধানসভায় ভাষণ দেওয়ার সময় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে এই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখবে। এর পাশাপাশি, রাজ্যের ক্ষমতা কীভাবে আরও বৃদ্ধি করা যায়, তা-ও এই কমিটি বিবেচনা করে দেখবে বলে স্ট্যালিন জানান ।