নাকচ স্ট্যালিনের দাবি, আরএসএসকে প্রকাশ্যে রুট মার্চের অনুমতি সুপ্রিম কোর্টের

Written by SNS April 12, 2023 4:51 pm

চেন্নাই, ১২ এপ্রিল– ধোপে টিকল না তামিলনাড়ু সরকারের যুক্তি। আরএসএসের রুট মার্চ বা মিছিলের কারণে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়াতে পারে। এই যুক্তিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু সরকার। কিন্তু সেই যুক্তি খারিজ করে প্রকাশ্যে আরএসএসকে মিছিলে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 

তামিলনাড়ুতে এখনও পর্যন্ত সেভাবে প্রভাব বিস্তার করতে পারেনি সংঘ পরিবার। বিজেপিও হুল ফোটানোর বিস্তর চেষ্টা করে চলেছে। কিন্তু কাজের কাজ হয়নি। এই অবস্থায় সেখানে সক্রিয় হতে চাইছে আরএসএস। গত বছর অক্টোবর মাসে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ এবং গান্ধি জয়ন্তী উপলক্ষে রুট মার্চের অনুমতি চেয়েছিল তারা। এছাড়াও সংঘের সনাতনী পোশাক পরে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল করার পরিকল্পনা ছিল স্বয়ংসেবকদের। কিন্তু সাম্প্রদায়িক অশান্তির সম্ভাবনার কথা বলে সংঘ পরিবারের এই মিছিলের অনুমতি দেয়নি স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে সরকার। রাজ্যের যুক্তি ছিল নিষিদ্ধ মুসলিম সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া হামলা চালাতে পারে মিছিলে। অবনতি হতে পারে আইনশৃঙ্খলার।