জয়পুরের যুবকের রুপোর থালায় রামলালার ভোগ

Written by SNS January 17, 2024 5:50 pm

অযোধ্যা, ১৭ জানুয়ারি– ২২ তারিখ রামমন্দিরের উদ্বোধনের আগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় হাজির হতে শুরু করেছেড় রামভক্তরা৷ তাদের আরাধ্যের সঙ্গে আনছেন নানা উপহারও৷ যেমন রাজস্থানের জয়পুরের বাসিন্দা লক্ষ্য বাবুয়াল সঙ্গে এনেছেন রুপোর তৈরি ভোগের থালা, বাতি, কলস৷ রামলালাকে ২২ তারিখ এই থালাতেই ভোগ দেওয়া হবে৷ লক্ষ্য বাবুয়াল জানান, জয়পুর থেকে অযোধ্যা আসার পর রামমন্দিরের পুরোহিত ও রাম জন্মভূমি ট্রাস্টের মহাসচিব চম্পত রায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়৷ এই ভোগের থালা আদ্যোপান্ত ভক্তি ও ভক্তের প্রেমের আধার৷ সনাতন ধর্মের প্রতি শ্রদ্ধা রেখে তৈরি করা হয়েছে তা৷
লক্ষ্য জানান, ‘সঙ্গে রয়েছে চারটি পদ্মের মতো দেখতে বাটি, একটি কলস৷ সবই রুপোর৷ থালার উপরে রয়েছে সূর্য৷ হনুমান অশোকবনে গিয়ে সীতাকে ১৫টি শ্লোকে রামের বর্ণনা করেছিল৷ পদ্মপাতার মতো তার চোখ, সূর্যের মতো তেজ, বৃহস্পতির সমান চরিত্রের কথা বলেছিল হনুমান৷ সেই বিষয়গুলি থালাতে ফুটিয়ে তোলা হয়েছে৷ রয়েছে ১০টি তুলসী পাতাও৷ সেটাও রুপোর৷ চারটে বাটিও রয়েছে৷ রয়েছে একটি কলস৷ কলসের নীচে চারটে ঘোড়া আছে৷ কলসের গায়ে আছে ধ্বজা, স্বস্তিক চিহ্ন, ধনুক, রামের তিলক, শঙ্খ, ওম৷’