• facebook
  • twitter
Thursday, 31 July, 2025

রেকর্ড ভিড়, একদিনে রামলালাকে দর্শন করলেন ৬ লক্ষ পুণ্যার্থী

প্রয়াগরাজ থেকে মাঘী পূর্ণিমায় স্নান করে ১৫ লক্ষেরও বেশি ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। বিপুল ভিড় দেখে অফিসাররা মাঠে নেমে পরিস্থিতি সামলান।

প্রয়াগরাজ থেকে মাঘী পূর্ণিমায় স্নান করে ১৫ লক্ষেরও বেশি ভক্ত অযোধ্যায় পৌঁছেছেন। বিপুল ভিড় দেখে অফিসাররা মাঠে নেমে পরিস্থিতি সামলান। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত রাম জন্মভূমি ও হনুমান গড়িতে ভক্তদের লাইনে কোনও বিরতি ছিল না। তিন কিলোমিটার এলাকায় শুধু ভক্তদেরই দেখা গিয়েছে। বৃহস্পতিবার ৬ লক্ষেরও বেশি রাম ভক্ত রামলালার দর্শন করে নতুন রেকর্ড গড়েছেন।

মানুষের ভিড়ের কারণে লতা মঙ্গেশকর মোড় থেকে বেরোনোর​রাস্তা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এবং ভক্তিপথ থেকে প্রায় দুই কিলোমিটার এলাকা কার্যত অবরুদ্ধ ছিল। গোটা এলাকায় জয় শ্রী রাম স্লোগান শোনা যায়। আট থেকে আশি, সকলের ভিড়ই ছিল চোখে পড়ার মতো। শিশুর কেউ মায়ের কোলে চড়ে আবার কেউ বাবার ঘাড়ে উঠে রামলালাকে দর্শন করেন। এসডিএম অশোক সাইনি বলেন, বুধবারও প্রায় ৫ লক্ষ মানুষ রাম মন্দির পরিদর্শন করেছিলেন। সেই সংখ্যা ছাপিয়ে গিয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার ৬ লক্ষেরও বেশি ভক্ত রামলালার দরবারে উপস্থিত ছিলেন। একদিনে এটাই এখনও পর্যন্ত সর্বোচ্চ ভিড়।

রাম জন্মভূমি কমপ্লেক্সে ভিড় নিয়ন্ত্রণের জন্য নেতৃত্বে ছিলেন সিআরপিএফ-এর আইজি, এডিজি এবং কমান্ড্যান্টরা। এর পাশাপাশি বাইরের ভিড়ও সামাল দিতে থাকেন তাঁরা। অন্যদিকে, এসএসপি রাজকরণ নায়ার রামপথে ভিড় নিয়ন্ত্রণে ব্যস্ত ছিলেন। তুলসী উদ্যানের কাছে মাঝে মধ্যে ভক্তদের থামিয়ে ছেড়ে দেওয়া হয়। সেই কারণে কোথাও বিশৃঙ্খলার পরিস্থিতি দেখা যায়নি।