কেন্দ্রের সমালোচনা করলে জাতীয়তাবাদ বিরােধী তকমা সেঁটে দেওয়া হচ্ছে:শাবানা

তিনি বলেন,সরকারের কোনও ভুলত্রুটি নিয়ে কথা বলার মধ্যে কোনও ভুল নেই।কারণ সমালােচনাই উন্নতির পথ তৈরি করে।

Written by SNS New Delhi | July 8, 2019 3:13 pm

অভিনেত্রী শাবানা আজম (ছবি-টুইটার-@AzmiShabana)

দিন বদলাচ্ছে,দেশে কেউ সরকারের নীতি ও কার্যকলাপের সমালােচনা করলে তাঁকে জাতীয়তাবাদ বিরােধী তকমা সেঁটে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা আজমি।

তিনি বলেন,সরকারের কোনও ভুলত্রুটি নিয়ে কথা বলার মধ্যে কোনও ভুল নেই।কারণ সমালােচনাই উন্নতির পথ তৈরি করে।আনন্দমােহন মাথুর চ্যারিটেবল ট্রাস্ট দ্বারা আয়ােজিত সভায় মহিলাদের নিয়ে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ‘কুন্তি মাথুর অ্যাওয়ার্ডে ’ শাবানা আজমিকে ভূষিত করা হয়।

তিনি বলেন, দেশ ও দেশবাসীর স্বার্থে সরকারের ভুলত্রুটিগুলােকে তুলে ধরার প্রয়ােজন রয়েছে।কিন্তু সেই ভুলত্রুটিগুলােকে যদি তুলে না ধরা হয়,তাহলে দেশের উন্নতি কিভাবে হবে।কিন্তু দেশের পরিস্থিতি যা তাতে কেন্দ্রের সমালােচনা করলে সঙ্গে সঙ্গে জাতীয়তাবাদ বিরােধী তকমা সেঁটে দেওয়া হচ্ছে।

কোনও দলের নাম না করে তিনি বলেন,’আমাদের ভয় পেলে চলবে না।ওদের সার্টিফিকেটের কারুর প্রয়োজন নেই।কোনওভাবে পরিস্থিতির সামনে মাথানত করার প্রয়ােজন নেই।দেশের মানুষকে ভাগ করে দেওয়ার চেষ্টা ঠিক নয়’।