রােবােটের সাহায্যে হাঁটুর ব্যথাদূরকারী চিকিৎসার সম্পূর্ণ ব্যবস্থা চালু করল সাকা ওয়ার্ল্ড হাসপাতাল। কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা এর উদ্বোধন করেন।
বেঙ্গালুরুতে অবস্থিত বিদেশি পুঁজি নিয়ােজিত এই হাসপাতালে উন্নত প্রযুক্তির মাধ্যমে চিকিৎসা হয়ে থাকে। তবে বাতের ব্যথায় যারা কাতর তাদের কাছে হাসপাতালে সম্পূর্ণ রােবটের সাহায্যে অস্ত্রোপচার ও চিকিৎসার ব্যবস্থা হওয়ায় স্থানীয় মানুষ খুশি।
Advertisement
এর ফলে হাঁটুর অস্ত্রোপচার বা সংশ্লিষ্ট পরিবর্তন আরও সঠিক ও যথাযথ হবে বলে দাবি করা হয়েছে। স্বয়ংক্রিয়ভাবে হাটুর অস্ত্রোপচার ও চিকিৎসা হবে এই ব্যবস্থায়। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এই অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সুযােগ নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। অনুষ্ঠানে হাসপাতালের সংশ্লিষ্ট বিভাগের প্রধান ডা. চন্দ্রশেখর পি উপস্থিত ছিলেন।
Advertisement
Advertisement



