• facebook
  • twitter
Tuesday, 16 December, 2025

বিহারের সহরসায় কিশোরীকে বন্দুকের মুখে জোর করে গাড়িতে তুলে ধর্ষণ, অভিযুক্ত ২ 

ফের ধর্ষণ। ফের বিচারের দাবিতে সোচ্চার বাড়ির অভিভাবকেরা। পরিবারের মুখ বন্ধ করতে অর্থের লোভ দেখালেও তা প্রত্যাখ্যান করে কিশোরীর পরিবার। বিহারের রাজধানী পাটনা থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে বিহারের সহরসায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে দুই ব্যক্তি বন্দুকের মুখে রেখে ধর্ষণ করে দুই ব্যক্তি। পুলিশ সূত্রে খবর , নির্যাতিতা পুলিশের কাছে জানিয়েছে, বিট্টু এবং অঙ্কুশ নামে দুই অভিযুক্ত তাকে একটি গাড়িতে উঠতে বাধ্য করে এবং তার ওপর যৌন নির্যাতন চালায়। বিহারের সহরসায় এই ঘটনা ঘটে । 

Advertisement