যাত্রীদের নিরাপত্তা আরও জোরদার করতে বড় পদক্ষেপ করতে চলেছে ভারতীয় রেল। পরীক্ষামূলক পর্যায়ে সফলতার পর এবার দেশের প্রতিটি ট্রেনের কামরা ও লোকোমোটিভে সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। রবিবার রেলের তরফে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এই উদ্যোগ যাত্রীসুরক্ষাকে ‘উল্লেখযোগ্য ভাবে উন্নত’ করবে। রেল সূত্রে খবর, উত্তর রেলের আওতায় থাকা কিছু লোকোমোটিভ এবং কামরায় ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে নজরদারি ক্যামেরা বসানো হয়েছিল। সেই প্রয়োগের ইতিবাচক ফলাফল পাওয়াতেই এবার দেশজুড়ে এই প্রকল্প চালু করতে চলেছে রেল মন্ত্রক।
রেল মন্ত্রক জানিয়েছে, যাত্রীদের গোপনীয়তা বজায় রাখতে সিসি ক্যামেরা বসানো হবে কেবল কামরার প্রবেশপথে। এর ফলে যাত্রীদের চলাফেরায় কোনওরকম বিঘ্ন না ঘটিয়েই নজরদারি চালানো যাবে এবং যে কোনও অপ্রীতিকর ঘটনার দ্রুত তদন্ত সম্ভব হবে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রেল প্রতিমন্ত্রী রভনীত সিংহ বিট্টু শনিবার রেলের এই নজরদারি প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন রেল বোর্ডের উচ্চপদস্থ কর্তারাও।
রেল সূত্রে আরও জানানো হয়েছে, খুব দ্রুতই প্রায় ১৫,০০০ লোকোমোটিভ এবং ৭৪,০০০ কোচে বসানো হবে সিসি ক্যামেরা। প্রতিটি কোচে থাকবে ৪টি এবং প্রতিটি লোকোমোটিভে বসানো হবে ৬টি নজরদারি ক্যামেরা। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রী সংগঠনগুলি। তাদের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে ট্রেন সফর আরও নিরাপদ হবে। পাশাপাশি ট্রেনের ভিতরে অপরাধমূলক কার্যকলাপ রুখতেও এটি কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।