• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার ভিডিও বার্তায় জনসংযোগ করবেন, টুইট করে জানালেন স্বয়ং রাহুল গান্ধি

গত সপ্তাহ থেকে সাশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সিরিজ শুরু করেছে কংগ্রেস। সেই সিরিজের নাম স্পিক আপ ইন্ডিয়া।

রাহুল গান্ধি (File Photo: IANS)

এবার থেকে নিয়মিত ভিডিও বার্তায় জনসংযোগ কর্মসুচি নেবেন রাহুল গান্ধি। নিজেই একটি টুইট করে সে কথা জানিয়ছেন তিনি। তিনি বলেছেন, এবার থেকে

আমি বিভিন্ন ভিডিও করে দেশের সাম্প্রতিক ঘটনা, ইতিহাস এবং সঙ্কট সকলকে জানাতে থাকব। এই ভিডিও তাদের জন্য, যাঁরা সত্যটা জানতে চান।

Advertisement

অনেকেই বলছেন, মোদির মন কি বাতের অনুকরণ করছেন রাহুল গান্ধি। প্রসঙ্গত গত সপ্তাহ থেকে সাশ্যাল মিডিয়ায় একটি ভিডিও সিরিজ শুরু করেছে কংগ্রেস । সেই সিরিজের নাম স্পিক আপ ইন্ডিয়া। তাতে কোভিড ১৯ মহামারির মোকাবিলা, চিন ভারত দ্বন্দ্ব- এমন নানা ইস্যু নিয়ে আলোচনা থাকছে। তাতে গোটা দেশের মানুষ ভিডিও করে পোস্ট করছেন। অনেকেই বলছেন, এবার তেমনটাই নিজের মতো করে করতে চাইছেন রাহুল।

Advertisement

যদিও রাহুল গান্ধি ঠিক কী নিয়ে কথা বলবেন তা জানা যায়নি। তবে সোমবার একটি টুইট করে তিনি লেখেন, ভারতীয় সংবাদমাধ্যমের একটা বড় অংশ ফ্যাসিবাদী স্বার্থের আওতায় চাপা পড়ে গিয়েছে। একের পর এক টেলিভিশন চ্যানেল, ওয়েবসাইট, হোয়াটসঅ্যাপে ভুয়ো খবরে ভরে গিয়েছে। মানুষের মনে ঘৃণাও তৈরি করছে এই সব বার্তাগুলি। সমস্ত মিথ্যার চর্চা ভারতকে ছিন্নভিন্ন করে দিচ্ছে।

Advertisement