• facebook
  • twitter
Thursday, 25 December, 2025

নির্ধারিত স্থান ছাড়া পথকুকুরদের অন্যত্র খাওয়ানোর ক্ষেত্রে বাধাদান বেআইনি নয়, পর্যবেক্ষণ বম্বে হাই কোর্টের

বম্বে হাই কোর্টের বিচারপতি রেবতী মোহিত দেরে এবং বিচারপতি সন্দেশ পাটিলের বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে

বম্বে হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে যে, নির্ধারিত স্থান বাদ দিয়ে অন্য কোনও জায়গায় পথকুকুরদের খাওয়াতে গিয়ে কোনও ব্যক্তি যদি বাধা পান তা হলে তা বেআইনি নয়।

একটি সংবাদসংস্থা সূত্রে খবর, পুণেতে এক মহিলা একটি আবাসনের প্রবেশপথে  কুকুরকে খাওয়াচ্ছিলেন। ওই মহিলাকে বাধা দেন ৪২ বছরের এক ব্যক্তি। ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

Advertisement

বম্বে হাই কোর্টের বিচারপতি রেবতী মোহিত দেরে এবং বিচারপতি সন্দেশ পাটিলের বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছে। আদালত পর্যবেক্ষণ করে যে, ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই বাধাদান কোনওরকম ‘অন্যায়  বা ইচ্ছাকৃত‘ নয়। জানা গিয়েছে গত ১৮ ডিসেম্বর বম্বে হাই কোর্ট এই রায় দেয়। মঙ্গলবার সেই রায় প্রকাশিত হয়েছে।

Advertisement

বম্বে হাই কোর্টের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে, ফুটপাথ, বাস স্ট্যান্ড, আবাসনের প্রবেশ বা প্রস্থান পথে কুকুরকে খাবার দেওয়ায় বাধা দিলে তা বেআইনি নয়। সুপ্রিম কোর্টের নির্দেশের প্রসঙ্গে হাই কোর্ট জানিয়েছে, পথ কুকুরদের  নির্ধারিত স্থান ছাড়া অন্য কোনও জায়গায় খাওয়ানো যাবে না।

Advertisement