• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুম্বই ট্রেন বিস্ফোরণ মামলা, ১২ দোষীকে বেকসুর খালাস

২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর খালাস ঘোষণা করল বম্বে হাইকোর্ট।

২০০৬ সালে মুম্বইয়ে লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া ১২ জনকেই বেকসুর খালাস ঘোষণা করল বম্বে হাইকোর্ট। সোমবার বিচারপতি অনিল কিলো ও বিচারপতি শ্যাম চন্দকের ডিভিশন বেঞ্চ জানায়, মামলাকারী পক্ষ অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত ও নির্ভরযোগ্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে। তাই নিম্ন আদালতের রায় খারিজ করে প্রত্যেক অভিযুক্তকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

২০০৬ সালের ১১ জুলাই সন্ধ্যায় ১১ মিনিটের ব্যবধানে মুম্বইয়ের একাধিক লোকাল ট্রেনে বিস্ফোরণ ঘটে। ঘটনায় ১৮৯ জনের মৃত্যু হয়, আহত হন প্রায় ৮০০ জন। বিস্ফোরণগুলি হয়েছিল শহরের অন্যতম ব্যস্ত সময়ে, অফিস ফেরত যাত্রীবোঝাই ট্রেনে। ওই ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisement

তদন্তে নেমে মুম্বই পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। ২০১৫ সালে বিশেষ আদালত মোট ১২ জনকে দোষী সাব্যস্ত করে। ফয়জল শেখ, আসিফ খান, কমল আনসারি, ইথশাম সিদ্দিকি ও নভেদ খানকে মৃত্যুদণ্ড এবং বাকি সাত জনকে আজীবন কারাদণ্ড দেয় আদালত। পরে তাঁরা রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জানান।

Advertisement

বম্বে হাইকোর্ট তাদের পর্যবেক্ষণে জানায়, ‘এই মামলা প্রমাণ করতে মামলাকারী সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। অভিযুক্তরা অপরাধে জড়িত ছিলেন – এমন বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তাই তাঁদের দোষী সাব্যস্ত করার নির্দেশ বাতিল করা হল।’ আদালত আরও জানায়, যদি অভিযুক্তেরা অন্য কোনও মামলায় যুক্ত না থাকেন, তবে তাঁদের মুক্তি দিতে হবে।

প্রায় ১৯ বছর পর মামলায় এই রায় সামনে আসায় ন্যায়বিচারের প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি এত বছর ধরে জেলবন্দি থাকা ব্যক্তিদের ভবিষ্যৎ এবং ক্ষতিপূরণ নিয়েও প্রশ্ন তুলেছেন আইনি মহলের একাংশ।

Advertisement