• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পথকুকুর মামলায় সুপ্রিম কোর্ট পষ্চিমবঙ্গ ও তেলেঙ্গানা ছাড়া সব রাজ্যের মুখ্যসচিবদের সশরীরে হাজিরার নির্দেশ

আদালতের আদেশের প্রতি কোনও সম্মান নেই

প্রতিনিধিত্বমূলক চিত্র

পথকুকুর মামলায় পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানা ছাড়া দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের তলব করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কেন পদক্ষেপ করা হয়নি তা জানাতে হবে দেশের শীর্ষ আদালতকে। আগামী ৩ নভেম্বর মুখ্যসচিবদের সশরীরের হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে কড়া পদক্ষেপ করা হবে। 

শুক্রবারের শুনানিতে মুখ্যসচিবদের ব্যক্তিগতভাবে উপস্থিত হওয়া থেকে ছাড় দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। কিন্তু সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ। এদিন দুই বিচারকের বেঞ্চ বলেছে, ‘যখন আমরা তাদের আসতে বলি এবং হলফনামা দাখিল করতে বলি তখন তারা শুধু এড়িয়ে যায়। আদালতের আদেশের প্রতি কোনও সম্মান নেই।’  বেঞ্চ আরও বলেছে, ‘তাঁদের আদালতে শারীরিকভাবে আসতে হবে।’   
 
আদালত অসন্তোষ প্রকাশ করে বলেছে, এটা দুর্ভাগ্যজনক যে, যে বিষয় নিয়ে রাজ্য সরকার এবং পুরসভাগুলির উদ্যোগী হওয়া উচিত সেই বিষয় নিয়ে সময় নষ্ট করতে হচ্ছে। এর আগে আদালত ২৭ অক্টোবরও এইসব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের ৩ নভেম্বর আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দেয়।
 
গত ১১ আগস্ট দিল্লির পথঘাট থেকে কুকুর সরিয়ে শহরের বাইরে শেল্টারে পাঠানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর জন্যে ৮ সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। এই নির্দেশের পর পথে নামে পশুপ্রেমী সংগঠনগুলি। আদালতে একাধিক মামলা দায়ের হতে থাকে। এরপর ২২ আগস্ট বিচারপতি নাথের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ গঠন করা হয়। এরপর ১১ আগস্টের নির্দেশ পরিমার্জন করে নির্দেশ দেওয়া হয় পথকুকুরদের রেবিস ভ্যাকসিন দেওয়ার পর আবার পুরনো জায়গায় ফিরিয়ে দিতে হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। রাজ্যগুলির কাছে জানতে চাওয়া হয় তারা এই ব্যাপারে কী পদক্ষেপ করেছে। তবে অধিকাংশ রাজ্যই হলফনামা না দেওয়ায় ক্ষুব্ধ আদালত ফের সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সেইসব রাজ্যের মুখ্যসচিবদের।  

Advertisement

Advertisement