ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পঞ্চদেশ সফরে গিয়ে প্রথম ঘানায় গেলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার তাঁকে ‘অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ দ্য ঘানা’ সম্মানে ভূষিত করলেন ঘানার প্রেসিডেন্ট জন দ্রামানি মহামা। এটি পশ্চিম আফ্রিকায় মোদীর প্রথম দ্বিপাক্ষিক সফর। সম্মান পেয়ে ভীষণভাবে আপ্লুত মোদী। তিনি বলেন, ‘দুই দেশের বন্ধুত্ব গভীর হবে, আরও দায়িত্ব বাড়ল।’
প্রধানমন্ত্রী হিসেবে এই প্রথম পশ্চিম আফ্রিকায় গেলেন মোদী। বুধবার বিকেলে তিনি আক্রার কাটোকা বিমানবন্দরে নামেন। তাঁকে স্বাগত জানিয়ে আলিঙ্গন করে ঘানার প্রেসিডেন্ট। স্থানীয় রীতি অনুযায়ী তাঁকে অভ্যর্থনা জানানো হয়। বিমানবন্দর থেকে হোটেলে পৌঁছতেই মোদীকে ঘিরে ‘হরে রাম হরে কৃষ্ণ’ স্তোত্র গাইতে শুরু করে ঘানার বাচ্চারা। হাসিমুখে তাদের গান শোনেন প্রধানমন্ত্রী, সেই ভিডিও ভাইরাল হয়েছে। এরপরই তাঁকে সম্মানে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী এই সম্মান পেয়ে সমাজমাধ্যমে লিখেছেন, ‘ঘানার সর্বোচ্চ জাতীয় সম্মান পেয়ে আমি গর্বিত। এটি কেবল ব্যক্তিগত অর্জন নয়। বরং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে আমি এটি গ্রহণ করছি। ভারত-ঘানার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে। এই সম্মানের পর দায়িত্বও আরও বাড়ল। এই সম্মান আমাদের যুবসমাজ, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ভারত ও ঘানার ঐতিহাসিক বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি।’
আগামী কয়েকদিনে একগুচ্ছ দেশের সফরে যাবেন তিনি। ঘানা থেকেই শুরু হল এই সফর। এই সফরে দুই দেশের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারত-ঘানার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক প্রতিরক্ষা নিয়ে আলোচনা হয়েছে দুই দেশের মধ্যে। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে চারটে চুক্তি স্বাক্ষর হয়। প্রথম চুক্তিটি কলা, সংগীত, নৃত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর কেন্দ্রীভূত কার্যক্রমের মাধ্যমে ভারত এবং ঘানার মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির উপর জোর দেয়। দ্বিতীয় চুক্তিটি ভারতীয় মান সংস্থা এবং ঘানা স্ট্যান্ডার্ডস কর্তৃপক্ষের মধ্যে প্রত্যয়ন এবং মান নিয়ন্ত্রণের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য। এই চুক্তির আওতায় ভারত এবং ঘানা একসঙ্গে নির্ধারণ করবে জিনিসপত্রের মান কেমন হবে, তাদের একই মানদণ্ড কীভাবে দেওয়া হবে এবং সঠিকভাবে তাদের পরীক্ষা কীভাবে করা হবে।
এতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে। তৃতীয় চুক্তিটি হল, ঘানার ইনস্টিটিউট অফ ট্র্যাডিশনাল অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন এবং ভারতের ইনস্টিটিউট অফ টিচিং অ্যান্ড রিসার্চ ইন আয়ুর্বেদ এর মধ্যে শিক্ষা, প্রশিক্ষণ এবং গবেষণায় অংশীদারিত্বের উপর কেন্দ্রীভূত। চতুর্থ চুক্তিটি হল দুই দেশের মধ্যে আলোচনা ও পর্যালোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি স্থায়ী মঞ্চ স্থাপন করা। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আজ আমরা ঘানার জন্য আইটিইসি এবং আইসিসিআর স্কলারশিপ দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছি। তরুণদের বৃত্তিমূলক শিক্ষার জন্য একটি উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কাজ করা হবে। কৃষি খাতে, আমরা প্রেসিডেন্ট মহামার ‘ফিড ঘানা’ কর্মসূচিতে সহযোগিতা করতে পেরে খুশি হব।’ বৃহস্পতিবার ঘানা থেকে ত্রিনিদাদ ও টোব্যাগোর উদ্দেশে রওনা দেবেন মোদী। শনিবার সেখান থেকে আর্জেন্টিনায় যাবেন মোদী। তারপর ব্রাজিলে ব্রিকস সম্মেলনে তিনি যোগ দেবেন।