• facebook
  • twitter
Monday, 28 July, 2025

পহেলগাম হামলা মানবতার উপর আঘাত: মোদী

ব্রাজিলে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে এনে কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করলেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

কথা মতোই কাজ হল। দিল্লির তরফে আগেই জানানো হয়েছিলে যে ব্রিকসের মঞ্চে মোদীর ভাষণে গুরুত্ব পাবে পক সন্ত্রাসবাদ প্রসঙ্গ। ব্রাজিলে ব্রিকসের সম্মেলনে যোগ দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনে এনে কড়া ভাষায় পাকিস্তানকে আক্রমণ করলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদ মানবতার বিরুদ্ধে চ্যালেঞ্জ। ভারতের পহেলগাম যে হামলা চলেছে তা আসলে মানবতার উপরেও আঘাত। যে কোনও পরিস্থিতিতেই সন্ত্রাসবাদকে দমন করতে হবে বলে মনে করেন তিনি। এ ব্যাপারে সারা বিশ্বের নানা দেশের রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন মোদী।

নরেন্দ্র মোদীর বক্তব্যে সায় দিয়েছেন ব্রিকসে উপস্থিত নানা দেশের রাষ্ট্রপ্রধনরা। আর একেই আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক জয় হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রী ব্রিকসের মঞ্চে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী দিনে সন্ত্রাসবাদকে কোনও ভাবেই বরদাস্ত করবে না ভারত। সারা বিশ্ব থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার লক্ষ্যে ডাক দিয়েছেন তিনি।

গত এপ্রিলে ভারতের জম্মু-কাশ্মীরে কাঁটাতার পেরিয়ে এসে জাঙ্গিরা পর্যটকদের ওপর হামলা চালায়। ঘটনায় প্রাণ হারান ২৬ জন ভারতীয়। এরপর মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতীয় সেনারা। ব্রিকসের সম্মেলনে মোদী বলেন, ‘পহেলগাম হামলা শুধু ভারতের উপর আঘাত এমন নয়, মানবতার উপরও আঘাত’। জঙ্গিদের মদত দেওয়ার প্রসঙ্গে এনে পাক সরকারকে তুলোধোনা করেন মোদী। তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে দ্বিমুখী নীতির কোনও জায়গা নেই। যদি কোনও দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সন্ত্রাসবাদকে সমর্থন করে, তবে তাকে এর মূল্য চোকাতেই হবে।’